KMC Medical officer Recruitment 2024: গত ০৬ জুন ২০২৪ তারিখে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে মোট ৬৫ টি শূন্যপদে। এখানে মাসিক বেতন হিসেবে ২৪,০০০/- টাকা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এখানে অফলাইন পদ্ধতি তথা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তাহলে কত তারিখের মধ্যে আবেদন জানাবেন? আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? কত বয়স প্রয়োজন? এসব নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন, তারপর আবেদন করুন।
কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ২০২৪
পদের নাম সহ শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে যে আগ্রহী প্রার্থীদের এখানে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। এবং এই পদে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৬৫ টি।
বেতন কাঠামো
মেডিকেল অফিসার পদে চাকরির জন্য নির্বাচিত হওয়ার পর ইচ্ছুক প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৪,০০০/- টাকা।
KMC Recruitment 2024 যোগ্যতার বিবরণ
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:- যে সকল ইচ্ছুক প্রার্থীরা এমবিবিএস কমপ্লিট করে আছেন তারা কলকাতা পৌরসভার মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় বয়সসীমা:- মেডিকেল অফিসার পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে নিয়োগ হবে (How To Selection Process)
আবেদন পত্র জমা পড়ার পর ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ (সাক্ষাতকার) এর মাধ্যমে এই চাকরিতে নির্বাচিত করা হবে।
কিভাবে আবেদন করবেন (How To Apply)
আবেদনকারীদের কে এখানে অফলাইন তথা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ইচ্ছুক প্রার্থীরা প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট আউট করেনিন। এরপর বুঝে সুঝে কালো রঙের কলমে না ভুল করে আবেদন পত্রটি পূরণ করেনিন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলোও জেরক্স করে নিন। এরপর আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো একসাথে গুছিয়ে একটি খামের ভেতর ভরে নিন। এরপর ওয়াক ইন সাক্ষাৎকারের দিন এই খামটি নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে সকাল দশটার আগে উপস্থিত হবেন।
কোন ঠিকানায় আবেদন পত্র জমা করবেন:- আগ্রহী প্রার্থীদের কে তাদের আবেদন পত্রে ভরা খামটি নিয়ে Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – ৭০০০১৩, এই ঠিকানায় সকাল দশটার সময় বা তার আগে উপস্থিত হতে হবে।
আবেদন পত্র জমা করার তারিখ:- আগ্রহী প্রার্থীদের কে আগামী ১৪ জুন ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। এবং আবেদন পত্র জমা করার পরেই তাদের ইন্টারভিউ নেওয়া হবে।