যে সকল প্রার্থীরা চাকরির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। আগামীকাল কলকাতা সিভিল কোর্টে তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে আবেদনকরার জন্য আবেদনকারীর প্রার্থীদের অষ্টম শ্রেনী পাশ করলেই আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের আজই জানুন কিভাবে আবেদন করবেন? বেতন কাঠামো, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি।
Kolkata Civil Court Recruitment 2024 বিবরন
- প্রতিষ্ঠানের নাম – kolkata civil court
- পোস্টের নাম – English Stenographer, peon
- মোট শূন্যপদের সংখ্যা – ১৬ টি
- আবেদন মোড – অনলাইন
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:(Kolkata Civil Court Recruitment 2024 Eligibility criteria)
এই নিয়োগের জন্য প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেমন – English Stenographer: পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন একটি স্বীকৃত বোর্ড থেকে ব্যাচেলর ডিগ্রী এবং তার সঙ্গে কমপিউটার চালানোর দক্ষতা প্রয়োজন তাহলে আবেদন যৈগ্য। Group D peon: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন একটা স্কুল থেকে অষ্টম শ্রেনী পাশ করলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এই নিয়োগের জন্য আবেদন করতে পার্থীদের ন্যূনতম ১৮ থেকে ৪৫ বছর হতে হবে তাহলে সে আবেদন করার যৌগ্য
আবেদন পদ্ধতি( How to apply online for Kolkata Civil Court Recruitment 2024)
আগ্রহ প্রার্থীর আবেদন পত্র নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। এরজন্য প্রার্থীদের সর্বপ্রথম কলকাতা সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। এরপর প্রার্থীর মোবাইলে নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এবং অবশেষে অনলাইনের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন মূল্য: ইংলিশ Stenographer পদে আবেদন করার জন্য ইউআর /এবং অন্যান্য প্রার্থীদের – ৪০০ টাকা এবং SC/EWS প্রার্থীদের ৩৫০ টাকা। গ্রুপিডি ( পিওন) ইউআর /এবং অন্যান্য প্রার্থীদের জন্য ২০০/- টাকা।SC/EWS প্রার্থীদের জন্য ২৫০ টাকা।
আবেদন করার তারিখ:
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে: ১৮/০৬/২০২৪ তারিখে।
- আবেদন প্রক্রিয়া শেষ হবে -১৮/০৭/২০২৪ তারিখে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই নিয়োগের পদ অনুসারে নির্বাচন করা হবে যা নিচে আলোচনা করা হয়েছে English Stenographer পদের জন্য প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের ইন্টারভিউ জন্য ডাকা হবে। ইন্টারভিউ তে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে। গ্রুপ ডি পিওন – পদের জন্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার হবে। পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউর জন্য আমাত্রন জানানো হবে এবং ইন্টারভিউ তে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | www.kolkatahighcourt.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |