Konkan Railway Corporation Limited Recruitment 2024: ভারতের যে সমস্ত বেকার যুবক যুবতীরা সমতুল্য ITI পাশ করে রেলওয়েতে চাকরির খোঁজ করছেন, তাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত চাকরির সুখবর। কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এর পক্ষথেকে প্রকাশিত টেকনিশিয়ান ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে এই বিজ্ঞপ্তিতে যেসব পদে নাম উল্লেখ আছে সেগুলিতে মোট কতগুলি শূন্যপদ রয়েছে? তাদের বয়স ও যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন করবেন কিভাবে? নিয়োগ পদ্ধতি কি রাখা হয়েছে? কত তারিখ আবেদন প্রক্রিয়া শেষ হবে? এসমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য নিচে উল্লেখিত প্রবন্ধটি মন দিয়ে পড়ুন।
KRCL Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদ: এখানে টেকনিশিয়ান, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৩৩ জন কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: টেকনিশিয়ান ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টমাসিক পদে কর্মরত প্রার্থীরা প্রতিমাসে বেতন পাবে ২৫,৫০০/- টাকা থেকে ৩৫,৪০০/- টাকা।
যোগ্যতার মানদণ্ড (KRCL Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আগ্রহীদের শিক্ষাগত প্রয়োজন যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ITI, ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করতে হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি (Konkan Railway Corporation Limited Recruitment 2024 Apply Process)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে walk in এর মাধ্যমে আবেদন জানাতে হবে।
- এর জন্য প্রথমে কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করবেন।
- তারপর আবেদনকারীর মৌলিক তথ্য গুলো দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করবেন।
- তারপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করবেন।
- তারপর ফিলাপ করা অ্যাপ্লিকেশন ফর্মটি ও প্রয়োজনীয় নথির জেরক্স গুলো একটি মুখবন্ধ খামে ভরে নিবেন।
- তারপর নিচে উল্লেখিত ঠিকানায় গিয়ে জমা করে দিবেন।
আবেদন তারিখ ও স্থান: আবেদনকারীদের কে Executive Club, Konkan Rail Vihar, Konkan Railway Corporation Ltd., Near Seawoods Railway Station, Sector-40, Seawoods (West), Navi Mumbai এই ঠিকানায় আগামী ০৮ অক্টোবর ২০২৪ তারিখ সক১০ টার সময় উপস্থিত হতে হবে এবং জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্মটি ও প্রয়োজনীয় নথির জেরক্স গুলো জমা হয়ে যাওয়ার পর তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | konkanrailway.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |