KVS Recruitment 2024: যে সকল চাকরী প্রার্থীদের মাস্টার হবার স্বপ্ন ছিল, তাদের জন্য একটি সুখবর রয়েছে। গত ১২ই সেপ্টেম্বর কেন্দ্রিয় বিদ্যালয় সংগঠন (KVS) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে আগ্রহী তাদের আবেদন পত্র জমা করতে হবে আগামী ২৫ সে সেপ্টেম্বর এর মধ্যে । তাই বেশি সময় নষ্ট না করে চটজলদি জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য।
KVS Recruitment 2024:বিবরণ
পদের নাম: কেন্দ্রিয় বিদ্যালয় সংগঠন (KVS) এর পক্ষ থেকে প্রার্থীদের PGT, TGT, কাউন্সেলর পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা নেই।
মাসিক বেতন: PGT- এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক ২৭,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। TGT- এই পদে যে সকল প্রার্থীরা চাকরির পাবেন তাদের মাসিক ২৬,২৫০/- টাকা বেতন দেওয়া হবে। কাউন্সেলর: এই পদে যে সকল প্রার্থীরা চাকরির পাবেন তাদের মাসিক ২৬,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
কী কী যোগ্যতা প্রয়োজন
কেন্দ্রিয় বিদ্যালয় সংগঠনর থেকে প্রকাশিত উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যা নিচে পদের নাম সহ বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
- PGT: এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পদে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। এবং সঙ্গে বি. এড ডিগ্রি অর্জন করতে হবে।
- TGT: এই পদে আবেদন করার যৌগ্য হতে প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তারসাথে CTET যৌগ্য।
- কাউন্সেলর : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.A./B.Sc (মনোবিজ্ঞান) সহ সার্টিফিকেট বা ডিপ্লোমা
বয়স সীমা: উপরোক্ত সব পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে আবেদন করবেন
কেন্দ্রিয় বিদ্যালয় সংগঠন (KVS) এর থেকে প্রকাশিত এই তিনটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের আগে থেকে কোনো আবেদন নথিভুক্ত করতে হবে না। সরাসরি ইন্টারভিউর দিন দরকারি নথিপত্র গুলির জেরক্স কপি ও হার্ড কপি একত্রিত করে উপস্থিত থাকতে হবে।
দরকারি নথিপত্র: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,জন্ম সার্টিফিকেট,আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত পরিচয়, পাসপোর্ট সাইজ ফটো
ইন্টারভিউর তারিখ: ২৫/০৯/২০২৪ তারিখ সকাল ১০:০০ AM
ইন্টারভিউর স্থান: কেন্দ্রিয় বিদ্যালয়, পানাগড় জেলা পূর্ববর্ধমান , পশ্চিমবঙ্গ।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.kvsangathan.nic.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |