Midnapore Medical College Recruitment 2024: পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কলেজ পাশ করা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজে Facility Manager পদে কর্মী মাত্র ৪ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছর। এখানে আবেদনকারী চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে গেলে তাদের কে বেতন দেওয়া হবে ১৪,০০০/- টাকা প্রতিমাসে। এখানে আবেদনের জন্য সকল চাকরি প্রার্থীদের কে আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৪ অর্থাৎ শুক্রবার দিন সকাল সাড়ে দশটার সময় আবেদন কেন্দ্রে পৌঁছে যেতে হবে। তাহলে চলুন এই পদটির সম্বন্ধে আরো বিস্তারিত দেখেনিন আমাদের এই প্রতিবেদনটিতে।
Midnapore Medical College Recruitment 2024 Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | মেদিনীপুর জেলা মেডিকেল কলেজ |
---|---|
পদের নাম | Facility Manager |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৪ টি |
বেতন (₹) | ১৪,০০০/- |
চাকরির স্থান | পশ্চিম মেদিনীপুর |
আবেদন মোড | হাঁটাচলা (Walk-in) |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
মেদিনীপুরের মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (Midnapore Medical College Recruitment 2024)
পদের নাম
মেদিনীপুরের মেডিকেল কলেজ চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করবে সেই পদটির নাম হলো Facility Manager।
শূন্যপদের সংখ্যা
এখানে মাত্র ৪ টি শূন্যপদে নিয়োগ হবে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের কে তাদের নিয়ম অনুযায়ী শিক্ষা অর্জন করতে হবে। বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখুন।
আরোও পড়ুন: CISF এ ৮০০+ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ, দেখেনিন আবেদন সম্পূর্ণ পদ্ধতি
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। এবং ধরা হবে ১৮.০২.২০২৪ তারিখ অনুযায়ী।
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীরা আগে আমাদের এই প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নোটিশ টি ডাউনলোড করুন। এরপর নোটিশটি থেকে আবেদন পত্রটি আলাদা করে প্রিন্ট আউট করে নিবেন। এরপর আবেদন পত্রটি ফিলাপ করে নিবেন। এরপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করে নিবেন। এরপর আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথির জেরক্স গুলো একসাথে করে একটি খামের মধ্যে ভরে নিবেন। এরপর আবেদন পত্র জমা করার তারিখে ঐ খামটি নিজে এসে জমা করে দিবেন। বাকি তথ্য বিজ্ঞপ্তিতে দেখুন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করছেন তাদের আবেদন পত্র জমা করার পর তাদের কে ইন্টারভিউর জন্য ডাকা হবে। যদি এই ইন্টারভিউয়ে পাশ করেন তাহলে চাকরিতে নিয়োগ করানো হবে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে কোনো টাকা পয়সা চার্জ করা হবে নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
এখানে আবেদনের কোনো শেষ তারিখ না এখানে শুধু একটাই তারিখ সেটা হলো ০২ ফেব্রুয়ারি ২০২৪। এই তারিখে সকল চাকরি প্রার্থীদের কে আবেদন পত্রের সাথে তাদের প্রয়োজনীয় নথির জেরক্স গুলো সাথে করে নিয়ে আসতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৪.০১.২০২৪ |
আবেদন পত্র জমা | ০২.০২.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্র | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | wbhealth.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |