NDA Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুসংবাদ। উচ্চমাধ্যমিক পাশের চাকরি প্রার্থীদের মোট ১৯৮ শূন্যপদে নিয়োগ করছে জাতীয় প্রতিরক্ষা একাডেমী (NDA)। এখানে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। তাহলে চলুন আবেদন পদ্ধতি, আবেদন শেষ তারিখ, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি সহ এই পদটির সম্বন্ধে আরো বিস্তারিত জেনেনিই এই প্রতিবেদনের মধ্যে।
NDA Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | জাতীয় প্রতিরক্ষা একাডেমী (NDA) |
---|---|
পদের নাম | স্টেনোগ্রাফার, সিভিলিয়ান, ফায়ারম্যান আরো বিভিন্ন পদ |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১৯৮ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | ndacivrect.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
জাতীয় প্রতিরক্ষা একাডেমীতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (NDA Fireman Recruitment 2024)
পদের নাম
জাতীয় প্রতিরক্ষা একাডেমীর পক্ষথেকে প্রকাশিত হওয়া পদগুলোর নাম হলো- Civilian, Fireman, Stenographer Gde-II, Lower Division Clerk, Cook, Cinema Projectionist-II, Draughtsman, Carpenter, Compositor cum Printer, TA-Printing Machine Optr, TA-Boot Repairer, Multi Tasking Staff সহ আরো বিভিন্ন পদ রয়েছে।
শূন্যপদের সংখ্যা
এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১৯৮ টি, তার মধ্যে ST, SC OBC, UR এর ভাগ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কে শিক্ষা অর্জন করতে হবে যেকোনো সরকারি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে আইটিআই, স্নাতক, ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। তাছাড়া TA পদে আবেদন করার জন্য সেই পদ অনুযায়ী সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ST, SC PwBD ও OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
জাতীয় প্রতিরক্ষা একাডেমীর পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে সকল চাকরি প্রার্থীরা তাদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে আবেদনটি করতে পারেন। এর জন্য সবার প্রথমে ndacivrect.gov.in যাবেন। তারপর রেজিস্ট্রেশন করে লগইন করে নিবেন। তারপর আবেদন পত্রটি ভালোভাবে ফিলাপ করে নিবেন। তারপর প্রয়োজনীয় নথির পিডিএফ ফাইলটি আপলোড করে দিবেন। এরপর যদি আবেদন ফী লাগে তাহলে আবেদন ফী প্রদান করে সাবমিট বাটনে ক্লি করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
জাতীয় প্রতিরক্ষা একাডেমীতে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ হবে সাধারণত লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মুল্য চার্জ করা হবে নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
জাতীয় প্রতিরক্ষা একাডেমী (NDA) আবেদন চলবে ১৬.০২.২০২৪ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ২৭.০১.২০২৪ |
আবেদন শেষ | ১৬.০২.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF1 Download PDF2 |
প্রার্থীর লগইন লিংক | Login Now |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | ndacivrect.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |