NHAI General Manager Recruitment 2023: ভারতের সকল উচ্চকাঙ্খি চাকরি প্রার্থীদের জন্য নিয়ে আসলাম আজকে একটি দারুন সুযোগ। ভারতের জাতীয় সড়ক কতৃপক্ষের (NHAI) পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে জেনারেল ম্যানেজার ও ডিপুটি জেনারেল ম্যানেজার পদে মাত্র ৪ জন কর্মী নিয়োগ হবে। প্রতিমাসে বেতন দেবে ১৫,৬০০/- থেকে ২,১৫,৯০০ টাকা তবে এখানে লেভেল এর ভাগ করা আছে, সেই লেভেল অনুযায়ী বেতন দেবে। তাহলে সকল চাকরি প্রার্থীরা NHAI এর তরফে প্রকাশিত পদে কবে, কিভাবে, কত বয়স, কত যোগ্যতা প্রয়োজন হবে। এই নিয়েই খুঁটিনাটি আলোচনা রাখলাম আমাদের আজকের প্রতিবেদনে।
NHAI Recruitment Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) |
---|---|
পদের নাম | জেনারেল ম্যানেজার ও ডিপুটি জেনারেল ম্যানেজার |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৪ টি |
বেতন (₹) | ১৫,৬০০-২,১৫,৯০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | nhai.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
জাতীয় সড়ক কতৃপক্ষে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (NHAI Recruitment 2023)
পদের নাম
জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে প্রকাশ হওয়া জেনারেল ম্যানেজার ও ডিপুটি জেনারেল ম্যানেজার পদে প্রার্থী নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে প্রকাশিত পদে মোট ৪ টি শূন্যপদের সংখ্যা আছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা লাগবে তারা যেন যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করে।
বয়সসীমা (Age Limit)
জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে প্রকাশিত পদে আবেদনকারী যোগ্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
ভারতের জাতীয় সড়ক কতৃপক্ষে আবেদনটি অফলাইনের মাধ্যমে হবে। তাহলে আবেদনকারী প্রার্থীরা NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি সংগ্রহ করুন। তারপর আবেদন পত্রে তাদের নাম, ঠিকানা,জন্মসাল, যোগ্যতা পরিচয় প্রমাণ পত্র এসব দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করে নিবেন। তারপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করে নিবেন। তারপর নথির জেরক্স গুলো ও আবেদন পত্রটি একটি খামের মধ্যে ভরে নিবেন। তারপর আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানায় সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- GM (HR & Admn)-IIINational Highways Authority Of IndiaPlot No.G5-&6, Sector-10,Dwarka, NEW DELHI-110075
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
জাতীয় সড়ক কতৃপক্ষে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ হবে সরাসরি ডকুমেন্ট ফেরিফিকেশন ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
জাতীয় সড়ক কতৃপক্ষে আবেদন আবেদনের জন্য কোনো টাকা চার্জ হবে নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
জাতীয় সড়ক কতৃপক্ষে আবেদন পত্র পাঠানোর তারিখ হলো ২০ ডিসেম্বর ২০২৩ থেকে ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ২০.১২.২০২৩ |
আবেদন শেষ | ১৮.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | nhai.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |