Nuclear Power Corporation of India Limited Recruitment 2024: যে সকল ইচ্ছুক প্রার্থীরা চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য দারুন সুখবর। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডএর পক্ষ থেকে স্টাইপেন্ডারি ট্রেইনি পদের জন্য নিয়োগের ঘোষণা করেছেন গত ৫ই আগস্ট ২০২৪ তারিখে। এই নিয়োগে প্রায় ২৭০ এরও বেশি শূন্যপদ রয়েছে। এখানে নুন্যতম যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। তবে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে এখনো কিছুদিন বাকি আছে। তাহলে আর দেরি কেন আজই এই প্রতিবেদনের মাধ্যমে জেনেনিন আবেদন পদ্ধতি, আবেদন তারিখ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
NPCIL Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)- এর পক্ষথেকে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের যে সব পদে নিয়োগ করা হবে সেই সব পদগুলির নাম ও শূন্যপদের সংখ্যার বিবরণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
ক্যাটাগরি-II স্টাইপেন্ডিয়ারি ট্রেইনি (ST/TN)-রক্ষণাবেক্ষণকারী পদে | ১৫৩ টি |
ক্যাটাগরি-II স্টাইপেন্ডারি ট্রেইনি (ST/TN)-অপারেটর পদে | ১২৬ টি |
সবমিলিয়ে মোট | ২৭৯ টি |
যোগ্যতা ও বয়সসীমার বিবরণ: Nuclear Power Corporation of India Limited Recruitment 2024 Eligibility Criteria
NPCIL সংস্থার পক্ষথেকে প্রকাশিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যা শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা তা নিচের ছকে বিস্তারিত আলোচনা করা হয়েছে-
শূন্যপদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
ট্রেইনি অপারেটর পদে | মাধ্যমিক পাশ | ১৮ থেকে ২৪ বছর |
ট্রেইনি রক্ষণাবেক্ষণকারী পদে | উচ্চমাধ্যমিক পাশ |
কিভাবে আবেদন করবেন (How To Apply NPCIL Recruitment 2024)
এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- তাহলে প্রথমে NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
- তারপর রিক্রুটমেন্ট বা নোটিশ অপশনে ক্লিক করবেন।
- ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে সেখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন।
- অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই আবেদন ফর্মটি পাবেন, সেখানে আবেদনকারীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে সঠিক ভাবে ফিলাপ করবেন এবং দরকারি ডকুমেন্টস গুলো স্ক্যান করবেন।
- তারপর আবেদন মুল্য অনলাইনের মাধ্যমে প্রদান করবেন।
- তারপর একবার ভেরিফাই করে সাবমিট অপশনে ক্লিক আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন। সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন।
আবেদন ফী: এখানে OBC, GEN ও EWS প্রার্থীদের কাছ থেকে ২০০/- টাকা আবেদন মুল্য হিসেবে নেওয়া হবে। তবে এসটি, এসসি, PWBD ও মহিলা প্রার্থীদের কোনো রকমের আবেদন মুল্য লাগছে না।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আগামী ২২/০৮/২০২৪ তারিখ থেকে ১১/০৯/২০২৪ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া ( NPCIL Recruitment 2024 Selection Process)
আগ্রহী প্রার্থীদের এখানে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ও অ্যাডভান্সড পরীক্ষার মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.npcilcareers.co.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |