Netaji Subhas Open University Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষথেকে নিযুক্ত প্রার্থীদের প্রফেসর পদে নিয়োগ করা হবে। এখানে আবেদনকারী কে অফলাইন (ওয়াক ইন ইন্টারভিউ) মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তাহলে এখানে কত তারিখে জমা করবেন? কিভাবে জমা করবেন? প্রার্থীর কত বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? এই সব নিয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
NSOU Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) |
---|---|
পদের নাম | প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ০৫ |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | ওয়াক-ইন-ইন্টারভিউ |
ওয়েবসাইট | www.wbnsou.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (NSOU Recruitment 2024)
পদের নাম
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী নিযুক্ত প্রার্থীদের প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে সবমিলিয়ে মোট ৫ শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে UGC, ইকোনমিকে M.A, প্রকাশনা ও Ph.D কমপ্লিট করতে হবে ও তার পাশাপাশি SLM এ লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৮ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ধরা হবে ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী।
আবেদন পদ্ধতি (Apply Process)
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনটি অফলাইন তথা ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে করতে হবে। আবেদনটি করার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝুন। তারপর আবেদন পত্র জমা দেওয়ার দিন প্রয়োজনীয় নথিপত্র ও CV নিয়ে সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যান।
আবেদন পত্র জমা দেওয়ার নির্দিষ্ট ঠিকানা- at the Board Room (3rd Floor) of the Head Quarters of NSOU, DD-26, Salt Lake, Sector-1, Kolkata, Pin- 700064 এই ঠিকানায় আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখে দুপুর সাড়ে বারোটার আগে পৌঁছে যাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর নিয়োগ হবে।
আবেদন ফী
প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনকারী আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখে দুপুর সাড়ে বারোটার সময় ওয়াক-ইন এর মাধ্যমে প্রার্থীর নথিপত্র জমা করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ১৪.০৩.২০২৪ |
আবেদন পত্র জমা | ১৫.০৪.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট- www.wbnsou.ac.in
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |