OIL Recruitment 2024: ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা,ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) কোম্পানির পক্ষ থেকে একটি নতুন নোটিশ জারি করেছে। যেখানে প্রার্থীদের ড্রিলিং ইঞ্জিনিয়ার,সিভিল ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে। আবেদন কিভাবে করবেন,কারা কারা আবেদন করতে পারবেন,বয়স সীমা,কিভাবে বাছাই করা হবে এই সব সম্বন্ধে জানার জন্য নিচে দেওয়া প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
OIL Recruitment 2024: বিবরণ
- নিয়োগ প্রতিষ্ঠান – ওয়েল ইন্ডিয়া লিমিটেড(OIL)
- শূন্যপদের নাম- সিভিল ইঞ্জিনিয়ার, রেলিং ইঞ্জিনিয়ার, ভূতত্ত্ববিদ, রসায়নবিদ
- শূন্যপদের সংখ্যা- ০৭ টি
- চাকরির স্থান- সারা ভারত
- আবেদন মোড- অফলাইন
কারা কারা আবেদন করতে পারবেন (OIL Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা:
- ড্রিলিং ইঞ্জিনিয়ার: এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- রসায়নবিদ: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের BE / B.Tech অথবা রসায়নে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
- ভূতত্ত্ববিদ: এই পদে আবেদন করার ক্ষেত্রে ভূতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রী অথবা জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে।
- সিভিল ইঞ্জিনিয়ার: যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা: এই নিয়োগের ক্ষেত্রে সব পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর মধ্যে হলে আবেদন জানাতে পারবেন।
কিভাবে আবেদন করবেন (OIL Recruitment 2024 Apply prosess)
যে সকল প্রার্থীরা উপরোক্ত পদগুলির জন্য আবেদন করার কথা ভাবছেন তাদের এখানে কোনরকম অনলাইন বা অফলাইন আবেদন জানাতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন প্রয়োজনীয় নথিপত্র গুলি সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেই হবে।
ইন্টারভিউ স্থান: মহানদী বেসিন প্রকল্প (পূর্বে বে এক্সপ্লোরেশন প্রকল্প) তেল ইন্ডিয়া লিমিটেড IDCO টাওয়ার, ৩য় তলাজনপথ, ভুবনেশ্বর – ৭৫১০২২ওড়িশা, ভারত
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদন করার তারিখ – ১৬/০৮/২০২৪
- ইন্টারভিউর তারিখ – ১৬/০৮/২০২৪
বাছাই প্রক্রিয়া (OIL Recruitment 2024 Selection Process)
ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) ২০২৪ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.oil-india.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |