PGCIL Recruitment 2024: আপনার যদি বিদ্যুৎ দপ্তরে কাজ করার স্বপ্ন থাকে, তাহলে সেটি সফল হতে পারে। আগামীকাল ভারত সরকারের অধীনে পাবলিক সেক্টর সংস্থা, পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (PGCIL) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ নোটিশ জারি করেন। যেখানে তারা Apprentice পদে আবেদন করার জন্য অনুরোধ করছে। কীভাবে আবেদন করবেন,কি কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন,নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
PGCIL Recruitment 2024: বিবরণ
পদের নাম: পাওয়ার গ্রিড করপোরেশন কোম্পানীর পক্ষ থেকে মোট ১৫ টি পদে নিয়োগ করা হবে যা নিচে শূন্যপদের নাম সমিত উল্লেখ করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:
- আইআইটি (ইলেকট্রিশিয়ান) – ১০ টি।
- ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল) – ১০ টি।
- ডিপ্লোমা (সিভিল) – ০৫ টি।
- গ্র্যাজুয়েট (ইলেক্ট্রিক্যাল) – ১০ টি।
- গ্র্যাজুয়েট (সিভিল) – ০৫ টি।
- গ্র্যাজুয়েট (ইলেক্ট্রনিক্স/টেলিকম) – ০২ টি।
- HR এক্সিকিউটিভ – ০২ টি।
- সিএসআর এক্সিকিউটিভ – ০২ টি।
- গ্র্যাজুয়েট (কমপিউটার সায়েন্স) – ০২ টি।
- আইন এক্সিকিউটিভ – ০১ টি।
- রাজভাষা অ্যাসিস্টেন্ট – ০১ টি।
মাসিক বেতন:
- আইআইটি (ইলেকট্রিশিয়ান) – ১৩,৫০০/- টাকা।
- ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল) – ১৫,০০০/- টাকা।
- ডিপ্লোমা (সিভিল) – ১৫,০০০/- টাকা।
- গ্র্যাজুয়েট (ইলেক্ট্রিক্যাল) – ১৭,৫০০০/- টাকা।
- গ্র্যাজুয়েট (সিভিল) – ১৭,৫০০/- টাকা।
- গ্র্যাজুয়েট (ইলেক্ট্রনিক্স/টেলিকম) -১৭,৫০০০/- টাকা।
- HR এক্সিকিউটিভ – ১৭,৫০০/- টাকা।
- সিএসআর এক্সিকিউটিভ -১৭,৫০০/- টাকা।
- গ্র্যাজুয়েট (কমপিউটার সায়েন্স) – ১৭,৫০০/- টাকা।
- আইন এক্সিকিউটিভ -১৭,৫০০/- টাকা।
- রাজভাষা অ্যাসিস্টেন্ট -১৭,৫০০/- টাকা।
কি কি যোগ্যতা প্রয়োজন
প্রদপ্ত পদ গুলিতে আবেদন করার জন্য অবশ্যই পদ অনুযায়ী নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমা: এই নিয়োগের জন্য আবেদন জানতে প্রার্থীর বয়স ০১/০১/২০২৪ নাগাদ ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
কীভাবে আবেদন করবেন
PGCIL Recruitment 2024-এর জন্য আবেদন করতে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন
- প্রথমে PGCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে www.powergridindia.com প্রবেশ করুন।
- তারপর হোম পেজে উপস্থিত “Carrier” অপশনে ক্লিক করুন।
- এরপর PGCIL Recruitment 2024 “Apply Now’ বলে একটি লিংক রয়েছে সেখানে ক্লিক করুন।
- এরপর আপনার সমস্ত তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করুন ও তাঁর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করুন।
- এরপর একবার যাচাই করুন সব কিছু ঠিক আছে কিনা তারপর “Submit” অপশনে ক্লিক করে জমা দিন।
আবেদনের তারিখ:
- অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে – ২৮/০৮/২০২৪ তারিখে।
- অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে – ০৮/০৯/২০২৪ তারিখে।
কীভাবে নির্বাচন করা হবে
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এর উপর ভিত্তি করে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.www.powergridindia.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |