Punjab National Bank Apprentice Recruitment 2024: যে সকল স্নাতক পাশআউট ইচ্ছুক প্রার্থীরা দীর্ঘদিন ধরে ব্যাংকে চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য রইল দারুন সুখবর। ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক অ্যাপ্রেন্টিস পদে ২৭০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাহলে আবেদন করার পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনেনিন এই প্রতিবেদনে।
Punjab National Bank Apprentice Recruitment 2024: বিবরণ
পদের নাম: পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক আগ্রহী প্রার্থীদের নিয়োগ করছে অ্যাপ্রেন্টিস পদে।
শূন্যপদের সংখ্যা: এখানে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা আছে ২৭০০ টি। এরমধ্যে জেনারেল প্রার্থী- ১১৮৩, এসটি প্রার্থী- ১৬৭, এসসি প্রার্থী- ৪৮১ EWS প্রার্থী- ২৫৫ ও ওবিসি প্রার্থী- ৬১৪
বেতনসীমা: পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০-১৫০০০ টাকা পর্যন্ত।
যোগ্যতার মানদণ্ড (Punjab National Bank Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা (PNB Apprentice Qualification 2024): পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।
বয়সসীমা (PNB Apprentice Age Limit 2024): পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন (How to Apply for Punjab National Bank Apprentice Recruitment 2024)
আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সর্বপ্রথম PNB এর অফিসিয়াল ওয়েবসাইটে pnbindia.in যেতে হবে। তারপর আবেদন লিংকে ক্লিক করে আবেদনকারীর নাম, ঠিকানা সহ অভিভাবকের নাম এসব গুলো দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন। তারপর আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করবেন। তারপর একবার ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর প্রয়োজনীয় আবেদন মুল্য প্রদান করে দিবেন। আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ পারবেন।
আবেদন মুল্য: পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের কাছ থেকে ৯৪৪/- টাকা, এসসি ও এসটি প্রার্থীদের কাছ থেকে ৭০৮ টাকা এবং PWBD প্রার্থীদের কাছ থেকে ৪৭২ টাকা আবেদন মুল্য হিসেবে চার্জ করা হচ্ছে। আবেদন মুল্য প্রদান করবেন অনলাইনের মাধ্যমে।
গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হয়েছে ৩০ জুন ২০২৪ তারিখ থেকে এবং শেষ হবে ১৪ জুলাই ২০২৪ তারিখে। পরীক্ষা হবে ২৮ জুলাই ২০২৪ তারিখ থেকে।
কিভাবে নিয়োগ করবে
আগ্রহী প্রার্থীদের এখানে নিয়োগ হবে তিনটি ধাপে যেমন-
- ১০০ নম্বরের লিখিত পরীক্ষা
- প্রয়োজনীয় নথিপত্র যাচাই
- সবার শেষে সাক্ষাতকারের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | pnbindia.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |