RCF Management Trainee Recruitment 2024: RCF তথা রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (Management Trainee) পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে ১০০ এর বেশি শূন্যপদ রয়েছে। এই পদে যে সকল প্রার্থীরা চাকরি পাবেন তাদের কে মাসিক বেতন দেওয়া হবে ৩০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা। আপনি যদি এই পদে চাকরি করতে চাইছেন , তাহলে আর দেরি না করে আজই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য যোগ্যতা, বয়সসীমা সহ এই পদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। অতএব প্রতিবেদনটি উপর থেকে নিচ অবদি মনোযোগ সহকারে পড়ুন তারপর আবেদন করুন।
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস এ কর্মী নিয়োগ ২০২৪
শূন্যপদের নাম ও সংখ্যা
আগ্রহী প্রার্থীদের এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদগুলোর নাম সহ শূন্যপদের সংখ্যা নিচে তালিকায় বিস্তারিত তুলে ধরা হয়েছে-
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (কেমিক্যাল)- ৫১
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (মেকানিকাল)- ৩০
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (ইলেকট্রিক্যাল)- ২৭
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (ইন্সট্রুমেন্টেশন)- ১৮
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (সিভিল)- ০৪
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (সিসি ল্যাব)- ০১
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (ফায়ার)- ০২
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (মার্কেটিং)- ১০
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (প্রশাসন)- ০৪
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (আইনবদ্ধ দাপ্তরিক যোগাযোগ)- ০৩
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (মানব সম্পদ)- ০৫
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (শিল্প ইঞ্জিনিয়ারিং)- ০৩
RCF ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী নিয়োগে যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী প্রার্থীদের কে বি. টেক, ডিপ্লোমা, এমবিএ, পিএইচডি, এমএমএস, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাহলে আরসিএফ এর ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:- এখানে আবেদন করার জন্য ০১ জুন ২০২৪ তারিখ অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, PWBD ও মহিলা প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো
RCF এর ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী পদে চাকরির জন্য নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের মাসিক বেতন ৩০,০০০ থেকে শুরু করে ১,৪০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে, তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী পদে কিভাবে আবেদন করবেন
RCF তথা রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস এর ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে। এরজন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন লিংকে ক্লিক করবেন। তারপর নিম্নলিখিত আবেদন ফর্মটি ভালোভাবে ফিলাপ করবেন। তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করবেন। তারপর আবেদন মুল্য প্রদান করে, পাশে থাকা সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
কত আবেদন মুল্য লাগছে:- এখানে আবেদন করার জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০০/- টাকা প্রদান করতে হবে, এবং ST, SC PWBD, ExSM ও মহিলা প্রার্থীদের কোনো প্রকার আবেদন মুল্য লাগছে না। Gpay, Paytm, NEFT ছাড়াও যেকোনো অনলাইন সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন মুল্য জমা করতে পারেন।
কিভাবে নিয়োগ করা হবে
আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষায় যে সকল প্রার্থীরা পাশ হবে তাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
গুরুত্বপর্ণ তারিখগুলো
আবেদন শুরু- ০৮ জুন ২০২৪
আবেদন শেষ- ০১ জুলাই ২০২৪
আরোও পড়ুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে MTS, DEO সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ চলছে, মোট ৩৯৮টি শূন্যপদ
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | rcfltd.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |