Railway Recruitment Board New Recruitment 2024: যে সকল ইচ্ছুক প্রার্থীরা দীর্ঘ সময় ধরে রেলওয়ে তে চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে এখানে নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ১৭ হাজারেরও বেশি প্রার্থী নিয়োগ করা হবে। তাহলে এই পদে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? মাসিক বেতন কত? সময়সীমা কত? ইত্যাদী প্রশ্নের উত্তর জানার জন্য নিচে দেওয়া প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
RRB ALP New Recruitment 2024: বিবরণ
পদের নাম সহ মোট শূন্যপদের সংখ্যা:- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে মোট ১৮,৭৯৯ শূন্যপদ রয়েছে। জেনারেল রেলওয়ে সহ শূন্যপদের সংখ্যার বিবরণ বিস্তারিত নিচে ছকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে-
শূন্যপদের সংখ্যা
- দক্ষিণ রেলওয়ে -৭২৬ টি।
- দক্ষিণ পূর্ব রেলওয়ে- ১০০১টি।
- দক্ষিণ রেলওয়ে – ৭২৯ টি।
- দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে – ৩৯৭৩ টি।
- দক্ষিণ পশ্চিম রেলওয়ে – ১৫৭৬ টি।
- উত্তর রেলওয়ে- ৪৯৯ টি ।
- উত্তর পশ্চিম রেলওয়ে ৭৬১ টি ।
- উত্তর পূর্ব রেলওয়ে -১৪৩ টি।
- উত্তর মধ্য রেলওয়ে – ৮০২ টি ।
- উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – ৪২৮ টি।
- সেন্ট্রাল রেলওয়ে – ১৭৮৩ টি ।
- ইস্ট কোস্ট রেলওয়ে – ১৫৯৫ টি ।
- পূর্ব রেল – ১৩৮২ টি ।
- পূর্ব মধ্য রেলওয়ে – ৭৬ টি ।
- পশ্চিম রেলওয়ে – ১৩৭৬ টি।
- পশ্চিম মধ্য রেলওয়ে – ৭২৯ টি।
বেতনসীমা (Salary)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া যোগ্য প্রার্থীদের শুরুতেই বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা, পরবর্তী সময়ে বেতনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে বলে, বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
যোগ্যতার বিবরণ ( Eligibility Criteria Of RRB Recruitment 2024)
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:- নুন্যতম মাধ্যমিক, আইটিআই পাশ ও ডিপ্লোমা কমপ্লিট করা প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ALP পদে আবেদনের যোগ্য।
প্রয়োজনীয় বয়সসীমা:- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ALP পদে আবেদন করার ক্ষেত্রে ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও-
ওবিসি প্রার্থীরা- ০৩ বছর ছাড় পাবে
এসটি, এসসি প্রার্থীরা- ০৫ বছর ছাড় পাবে
এক্স সার্ভিস ম্যান (UR/EWS/ST/SC)- প্রার্থীরা- ০৩ বছর ছাড় পাবে
এক্স সার্ভিস ম্যান (OBC-NLC) প্রার্থীরা- ০৬ বছর ছাড় পাবে
আবেদন করার পদ্ধতি (How To Apply for RRB ALP Recruitment 2024)
আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে। এর জন্যে প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে পূরণ করে নিবেন এবং নথি পত্র গুলো স্ক্যান করে আপলোড করে দিবেন। তারপর আবেদন মুল্য অনলাইনের মাধ্যমে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।
আবেদন ফী:- এসসি,এসটি,প্রাক্তন সৈনিক,মহিলা ও ইবিসি প্রার্থীদের কে আবেদন মুল্য জমা করতে হবে ২৫০/- টাকা এবং ওবিসি সহ অন্যান্য প্রার্থীদের কে আবেদন মুল্য জমা করতে হবে ৫০০/- টাকা। আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য জমা করতে হবে।
আবেদন করার নতুন তারিখ:- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ALP পদে আবেদন টি গত ১৮/০৬/২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী ২৫/০৬/২০২৪ তারিখ পর্যন্ত চলবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আগ্রহী প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরির জন্য নির্বাচিত করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) ও ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | Indianrailways.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |