যে সকল চাকরী প্রার্থীরা রেলওয়েতে চাকরী করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে ৭৯১১ টি শূন্যপদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহ প্রার্থীর ভারতের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আগ্রহ প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? আবেদন কারি প্রার্থীদের কিভাবে বাছাই করা হবে? এই নিয়ে বিশদ জানতে নিচে দেওয়া প্রতিবেদন টি মন দিয়ে পড়ুন।
RRB Recruitment 2024 বিবরন
শূন্যপদের নাম -রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে ৭৯১১ টি শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেখানে মোট ৭৯১১ টি শূন্যপদ রয়েছে যা পদ অনুযায়ী নিচে শূন্যপদের বিবরণ আলোচনা করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:
- জুনিয়র ইঞ্জিনিয়ার নিরাপত্তা এবং অ- নিরাপত্তা – ৭৩৪৬ টি
- রাসায়নিক ও ধাতু সহকারি (সিএমএ)- ১৫০ টি
- কেমিক্যাল সুপারভাইজার/ গবেষণা – ০৫ টি।
- ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট( DMS) – ৩৯৮ টি।
- মেটালাজিক্যাল সুপারভাইজার/ গবেষক – ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা(RRB JE Recruitment 2024 Eligibility criteria)
এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তবে সাধারণত ইঞ্জিনিযারিং ও ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর JE পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হলে সে আবেদন করার যৌগ্য
বয়স শিথিলিকরণ:
OBC – প্রার্থীদের জন্য তিন বছর ছাড় থাকবে SC/ST – প্রার্থীদের জন্য ০৫ বছর ছাড় থাকবে। শারীরিক প্রতিবন্ধী- প্রার্থীদের জন্য ১০ বছর ছাড় থাকবে।
আবেদন প্রক্রিয়া ( How to apply for RRB JE Recruitment 2024)
RRB JE নিয়োগের জন্য আবেদন করতে যৌগ্য, প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র নথিভুক্ত করতে হবে। এরজন্য প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।অনলাইন আবেদনের লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে ফর্মফিলাপ করতে হবে। এরপর নিজ নিজ বিভাগ অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে। অবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্রটি জমা দিন।
আবেদন করার তারিখ: এখনো কোনো নির্দিষ্ট আবেদনের তারিখ ঘোষণা করেনি তবে জানা যাচ্ছে যে আগামী জুলাই – অগাস্ট মাসে শুরু হবে। সঙ্গে সঙ্গে খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
কিভাবে নির্বাচন করা হবে(RRB JE Recruitment 2024 selection process)
আবেদনকারী প্রার্থীদের RRB JE পদে নিয়োগ প্রক্রিয়া চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে । এরপর প্রার্থীদের CBT পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের বিভন্ন নথিপত্র গুলি যাচাই করে হবে। এবং সর্বশেষে একটি মেডিক্যাল পরীক্ষা হবে। এই সব পর্যায় গুলি পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল ওয়েবসাইট | www. Indianrailways. gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |