SBI Recruitment 2024: যে সকল আগ্রহী প্রার্থীরা দীর্ঘদিন ধরে ব্যাংকে চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য রইল স্টেট ব্যাংকে চাকরির দারুন সুযোগ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে গত ০৬ জুন ২০২৪ তারিখে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে ভারতের সকল ছেলে, মেয়ে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাহলে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে? মাসিক বেতন কত টাকা দেওয়া হবে? কত তারিখ অবদি আবেদন চলবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। তারপর আবেদন করুন।
স্টেট ব্যাংকে নতুন করে অ্যাডভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪
SBI Banking Advisor Recruitment 2024: শূন্যপদের বিবরণ
শূন্যপদের নাম ও সংখ্যা:- আগ্রহী প্রার্থীদের এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদের নাম সহ শূন্যপদের সংখ্যা নিচের ছকে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে-
শূন্যপদের নাম | শূন্যপদের সংখ্যা |
প্রতিরক্ষা ব্যাংকিং উপদেষ্টা | ০১ টি |
সার্কেল ডিফেন্স ব্যাংকিং উপদেষ্টা | ০১ টি |
সার্কেল ডিফেন্স ব্যাংকিং উপদেষ্টা | ০১ টি |
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অবকাঠামো নিরাপত্তা ও বিশেষ প্রকল্প) | ০১ টি |
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (তথ্য নিরাপত্তা অপারেশন) | ০১ টি |
সাপোর্ট অফিসার-ট্রেড ফাইন্যান্স | ০৭ টি |
ক্লাইমেট রিস্ক বিশেষজ্ঞ | ০২ টি |
মার্কেটিং রিস্ক বিশেষজ্ঞ | ০৩ টি |
চার্টার্ড হিসাবরক্ষক | ০৯ টি |
গবেষণা বিশ্লেষক-ফরেক্স | ০১ টি |
গবেষণা বিশ্লেষক ইক্যুইটি | ০২ টি |
গবেষণা বিশ্লেষক প্রাইভেট ইক্যুইটি | ০২ টি |
বেতন (Salary)
স্টেট ব্যাংকের পক্ষথেকে প্রকাশিত পদগুলিতে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রতিমাসের বেতন দেওয়া হবে ৪৫,০০০ থেকে ৭৮,২৩০ টাকা পর্যন্ত।
SBI Recruitment 2024 যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/ ICWA, BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc, MCA, MBA, PGDBM/ PGDM ও মাস্টার ডিগ্রি।
বয়সসীমা:- এখানে শুধুমাত্র ২৪ বছর থেকে ৬৫ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন (How To Apply SBI Banking Advisor Recruitment 2024)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে স্টেট ব্যাংকের এই sbi.co.in ওয়েবসাইটে যাবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন। ক্লিক করার আবেদন ফর্মটি ওপেন হবে, সেখানে আবেদনকারীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করবেন। এরপর প্রয়োজনীয় নথি পত্র গুলো স্ক্যান করবেন। সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর আবেদন ফী প্রসেসিং ফী প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণ পরেই আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ দেখুন।
নির্বাচন প্রক্রিয়া (SBI Banking Advisor Recruitment 2024 Selection Process)
আবেদনকারীদের মূলত দুটি ধাপে স্টেট ব্যাংকের এই পদগুলোতে চাকরির জন্য নির্বাচিত করা হবে, যেমন-
- প্রথমে মার্কশিট এর নম্বর অনুযায়ী শটলিস্ট বেরোবে
- এই শিটলিস্টে যে সকল প্রার্থীর নাম থাকবে তাদের ইন্ট্রাকশন ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখগুলি
আবেদন শুরু:- ০৭ জুন ২০২৪
আবেদন শেষ:- ২৭ জুন ২০২৪
প্রয়োজনীয় লিংক
আবেদন করুন | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | sbi.co.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |