Shyama Prasad Mukherjee Port Trust Hindi Translator Recruitment 2024: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পক্ষ থেকে হিন্দি অনুবাদক পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ন খবরটি পড়ুন।
Shyama Prasad Mukherjee Port Trust Hindi Translator Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | Shyama Prasad Mukherjee Port Trust |
---|---|
পদের নাম | হিন্দি অনুবাদক (Hindi Translator) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১টি |
বেতন (₹) | ৩৫,০০০ টাকা |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (Shyama Prasad Mukherjee Port Trust Hindi Translator Recruitment 2024)
পদের নাম
কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের হিন্দি অনুবাদক (Hindi Translator) পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের হিন্দি অনুবাদক পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
হিন্দি অনুবাদক পদে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি এবং ইংরেজি বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর কমপ্লিট করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের হিন্দি এবং ইংরেজি ভাষায় তিনি বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন যোগ্য।
বয়সসীমা (Age Limit)
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের হিন্দি অনুবাদক পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২৫ বছর বয়স বা তার ঊর্ধে আবেদন করতে পারবেন।
বেতন (Salary)
এখানে হিন্দি অনুবাদক পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, প্রয়োজনীয় নথিপত্রের ফটো কপি এবং আবেদন পত্রের প্রয়োজন হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল ওয়েবসাইট smportkolkata.shipping.gov.in-তে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে দেখুন।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন ফি জমা করতে হবে না।
আবেদনের শেষ তারিখ (Last Date)
প্রয়োজনীয় যোগ্যতার মন্দন্ডাতা পূরণ করা প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১৪ মার্চ, ২০২৪ |
আবেদন শেষ | ১৫ এপ্রিল, ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল ওয়েবসাইট/আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |