STM Kolkata Recruitment 2024: আজকের প্রতিবেদনটি সেই সকল প্রার্থীদের জন্য খুব কার্যকরী হতে চলেছ, যারা এমবিবিএস কমপ্লিট করে বিভিন্ন চাকরির আসায় আছেন। আগামীকাল কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (STM) থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রার্থীদের ক্লিনিক্যাল রিসার্চ কো অর্ডিনেটর পদে আবেদন করার জন্য নিমন্ত্রন জানাচ্ছে। কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন,বিয়াস সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
STM Kolkata Recruitment 2024: বিবরণ
- নিয়োগ প্রতিষ্ঠান – স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (STM) কলকাতা।
- পদের নাম – ক্লিনিক্যাল রিসার্চ কো অর্ডিনেটর।
- শূন্যপদের সংখ্যা – ০১ টি।
- মাসিক বেতন – ৫০,০০০/- টাকা।
- চাকরির ধরন – সরকারি।
- আবেদন পদ্ধতি – সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
কারা কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল রিসার্চ কো অর্ডিনেটর পদে আবেদন করার যৌগ্য,হতে পার্থিডার কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: সর্বাধিক ৫০ বছরের মধ্যে যে সকল প্রার্থীরা থাকবেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের আগে থেকে কোনো অনলাইন বা অফলাইন আবেদন পত্র জমা করতে হবে না। সরাসরি ইন্টারভিউর দিন প্রয়োজনীয় নথিপত্র গুলি সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেই হবে।
প্রয়োজনীয় নথিপত্র: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ছবি, ইত্যাদী।
ইন্টারভিউর তারিখ: আগামী ০৪/০৯/২০২৪ তারিখের মধ্যে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
ইন্টারভিউর স্থান: To The director school of Tropical medicine 108 chittaranjan Avenue Kolkata – 700073
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.stmkolkata.org |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |