Syama Prasad Mookerjee Port Recruitment 2024: যে সমস্ত চাকরি প্রার্থীরা ডিগ্রি কমপ্লিট করার পরও বেকার আছেন, তাদের জন্য দারুন সুখবর। গত ১৭ এপ্রিল ২০২৪ তারিখে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের তরফে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো (Superintending Engineer) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আগ্রহী প্রার্থীদের কে অফলাইন মাধ্যম আবেদন করতে হবে। তাহলে আগ্রহী প্রার্থীরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? তাদের কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার? কত বয়স দরকার?এখানে চাকরি পেলে তাহলে তাদের মাসিক বেতন কত দেবে? এই নিয়ে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
Syama Prasad Mookerjee Port New Vacancy Details 2024 – Overview
নিয়োগ সংস্থা | শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর |
---|---|
পদের নাম | Superintending Engineer |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ২ টি |
বেতন (₹) | ৬০,০০০-১,৮০,০০০/- |
চাকরির স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (Syama Prasad Mookerjee Port Recruitment 2024)
পদের নাম
এখানে আগ্রহী প্রার্থীদের Superintending Engineer পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Superintending Engineer পদে মাত্র ২ টি শূন্যপদ খালি আছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Superintending Engineer পদে চাকরি পেলে প্রার্থীদের মাসিক বেতন হিসেবে পে করবে ৬০,০০০/- থেকে ১,৮০,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি (Apply Process)
আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কে এখানে অফলাইন মাধ্যম আবেদন করতে হবে। তাহলে সবার প্রথম smportkolkata.shipping.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করবেন (নিচে দেওয়া বিজ্ঞপ্তি লিংক থেকে ডাউনলোড করতে পারেন)। ডাউনলোড হয়ে যাওয়ার পর আবেদন ফর্মটি আলাদা করে প্রিন্ট আউট করবেন। তারপর আবেদনকারী প্রার্থীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ যাবতীয় কার্যকলাপের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলোর জেরক্সের সাথে পূরণ করা আবেদন ফর্মটি একটি খামের মধ্যে ভরে নিবেন এবং স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় সময়ের মধ্যে পাঠিয়ে দিবেন।আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা-
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন ফী
এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কোনো প্রকার আবেদন মুল্য লাগছে না।
আবেদনের শেষ তারিখ (Last Date)
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Superintending Engineer পদে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী ১৭ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১৭ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১৭ মে ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট- smportkolkata.shipping.gov.in
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |