Syama Prasad Mookerjee Port Recruitment 2025: রাজ্যের সমস্ত মাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য চাকরির বিরাট সুখবর। শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কেবিন সহকারী পদে একাধিক কর্মী নিয়োগ করবে। তাহলে এখানে যেসব প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা তাড়াতাড়ি দেখেনিন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
SMP Port Recruitment 2025: বিবরণ
পদের নাম ও শূন্যপদ: অ্যাঙ্কোরেজ পাইলট পদে – ০৩ টি শূন্যপদ পয়েন্টসম্যান পদে – ০৪ টি শূন্যপদ কেবিন সহকারী পদে – ০৫ টি শূন্যপদ
মাসিক বেতন: এখানে চাকরির জন্য বাছাইকারী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩৫,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকা।
যোগ্যতার মানদণ্ড (Syama Prasad Mookerjee Port Recruitment 2025 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাশ এবং বয়স প্রয়োজন সর্বোচ্চ ৬২ বছর।
আবেদন পদ্ধতি (Syama Prasad Mookerjee Port Recruitment 2025 Apply Process)
আবেদনকারীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য তাদের কে সবার প্রথমে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের অফিসিয়াল পোর্টালে ভিজিট (smportkolkata.shipping.gov.in) করে আবেদন পত্রটি সংগ্রহ করবেন। তারপর আবেদনকারীদেরকে আবেদনপত্রটি সহ সংশ্লিষ্ট স্ব-প্রত্যয়িত নথিপত্র গুলো সিনিয়র ডেপুটি সেক্রেটারি-II, শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা, ১৫ স্ট্র্যান্ড রোড, কলকাতা-৭০০০১ ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদন তারিখ: অফলাইনের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ হলো ০৩ এপ্রিল ২০২৫।
নিয়োগ প্রক্রিয়া (SMP Port Recruitment 2025 Selection Process)
আবেদনকারীদের এখানে সাক্ষাৎকারের উপর ভিত্তি করে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
পয়েন্টসম্যান, কেবিন সহকারী পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্র | Download PDF |
অ্যাঙ্কোরেজ পাইলট পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্র | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |