TATA tifr Recruitment 2024-25: ভারতের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য চলে এসেছে নতুন একটি চাকরির সুযোগ। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (tifr) এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে তারা ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করতে চাইছে। কিভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা প্রয়োজন? বয়স সীমা? মাসিক বেতন?কিভাবে নির্বাচন করা হবে ইত্যাদী বিষয়ে জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
TATA tifr Recruitment 2024-25: বিবরণ
পদের নাম | শূন্যপদের সংখ্যা | মাসিক বেতন |
---|---|---|
ইঞ্জিনিয়ার (C) মেকানিকাল | ০১ টি | লেভেল ১০ |
ইঞ্জিনিয়ার (C) সিভিল | ১ টি | লেভেল ১০ |
সায়েন্টিফিক অফিসার (C) | ০২ টি | লেভেল ১০ |
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (B) | ০২ টি | লেভেল ০৬ |
প্রশাসনিক অফিসার (C) | ০১ টি | লেভেল ১০ |
জুনিয়ার ইঞ্জিনিয়ার (B) ইলেক্ট্রিক্যাল | ০২ টি | লেভেল ০৬ |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (B) গার্ডেন | ০১ টি | লেভেল ০৬ |
প্রশাসনিক অফিসার (B) | ০৪ টি | লেভেল ০৬ |
পরীক্ষাগার সহকারী ( B) | ০২ টি | লেভেল ০৩ |
ব্যবসায়ী (B) টারনার | ০১ টি | লেভেল ০৩ |
ব্যবসায়ী (B) ইলেক্ট্রিক্যাল | ০৩ টি | লেভেল ০৩ |
কেরানি | ০৪ টি | লেভেল ০৩ |
কাজের সহকারী | ০২ টি | লেভেল ০৩ |
কী কী যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (tifr) নিয়োগ ২০২৪ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যা নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স সীমা |
---|---|---|
ইঞ্জিনিয়ার (C) মেকানিকাল | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি | ২৮ |
ইঞ্জিনিয়ার (C) সিভিল | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি | ৩৩ |
সায়েন্টিফিক অফিসার (C) | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক/টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি সঙ্গে BE/B.Tech | ৩৩ |
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (B) | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ডিগ্রি | ২৮ |
প্রশাসনিক অফিসার (C) | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে law তে স্নাতক ডিগ্রি | ৪০ |
জুনিয়ার ইঞ্জিনিয়ার (B) ইলেক্ট্রিক্যাল | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি | ২৮ |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (B) গার্ডেন | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষি/হর্টিকালচার এ ফুল টাইম স্নাতক ডিগ্রি সঙ্গে কম্পিউটার জ্ঞান | ৩৩ |
প্রশাসনিক অফিসার (B) | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ স্নাতক ডিগ্রি | ৩৩ |
পরীক্ষাগার সহকারী (B) | NTC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে | ২৮ |
ট্রেডসম্যাম (B)টারনার | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই (ITI) ডিগ্রি | ৩৩ |
ট্রেডসম্যাম (B) সিভিল | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই (ITI) ডিগ্রি | ৩৩ |
ট্রেডসম্যাম (B) ফিটার | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই (ITI) ডিগ্রি | ৩৩ |
ট্রেডসম্যাম (B) ইলেক্ট্রিক্যাল | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই (ITI) ডিগ্রি | ৩৩ |
কেরানি | একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি | ৩৩ |
কাজের সহকারী | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি ডিগ্রি | ৩৩ |
কিভাবে আবেদন করবেন
TATA tifr Recruitment 2024- এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে সম্পূর্ন অনলাইন এর মাধ্যমে। এরজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করতে হবে।
১.TIFR-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. “Recruitment” বিভাগ থেকে ক্লিক করে অনলাইন আবেদন লিংকটি সন্ধান করুন।
৩. অনলাইন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৪. সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ: ১১/০১/২০২৫
কিভাবে নির্বাচন করা হবে
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (tifr) নিয়োগ ২০২৪ এর নির্বাচন প্রক্রিয়া নিচে দেওয়া তিনটি পদ্ধতির মধ্যে নির্ধারিত থাকবে।
- লিখিত পরীক্ষা।
- দক্ষতা পরীক্ষা।
- ইন্টারভিউ।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.tifr.res.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |