Telecommunications Consultants India Limited Recruitment 2024: যে সমস্ত ভারতীয় চাকরি প্রার্থীরা নার্সিং নিয়ে শিক্ষা অর্জন করে চাকরির সন্ধান করছেন তাদের জন্য দারুন সুযোগ। সর্বভারতীয় কেন্দ্রীয় সংস্থা টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডে নার্সিং অফিসার, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান সহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্যপদের সংখ্যার পরিমাণ রয়েছে ১৫০ এরও বেশি। তাহলে যে সকল আগ্রহীরা এখানে আবেদন করার কথা ভাবছেন তারা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি জেনেনিন এই নিবন্ধে।
TCIL Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যার বিবরণ: আগ্রহীদের টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড যেসব পদে নিয়োগ করা হবে তার সম্পর্কে নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা হল-
নার্সিং অফিসার- ১৫২ টি, ল্যাব টেকনিশিয়ান- ০৪ টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট- ০১ টি, ফার্মাসিস্ট- ০১, ইসিজি টেকনিশিয়ান- ০৩ টি, Jr. রেডিওগ্রাফার- ০৫ টি, রিফ্রেকশনিষ্ট- ০২ টি, অডিওমেট্রি অ্যাসিস্ট্যান্ট- ০১ টি, ফিজিওথেরাপিস্ট- ০২ টি, ওটি টেকনিশিয়ান- ০৪ টি, ওটি অ্যাসিস্ট্যান্ট- ০৫ টি, অকুপেশনাল থেরাপিস্ট- ০২ টি, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিসিয়ান, পোস্ট মর্টেম টেকনিশিয়ান/ মর্চুয়ারি টেকনিশিয়ান – ০২ টি, মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট- ০১ টি, ড্রেসের- ০৪ টি, প্লাস্টার রুম অ্যাসিস্ট্যান্ট- ০৪ টি
মাসিক বেতন: TCIL সংস্থায় চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৯,৮৫০ টাকা থেকে ৬৭,৩৫০ টাকা।
যোগ্যতার মানদণ্ড (TCIL Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চমাধ্যমিক পাস, স্নাতক ডিগ্রি, বিএসসি ল্যাব টেকনিশিয়ান, বিএসসি নার্সিং, ম্যাট্রিক পাস, বিএসসি সায়েন্স ও ম্যাট্রিকুলেশন।
বয়সসীমা: এখানে আবেদন করতে আগ্রহীদের বয়সসীমা প্রয়োজন সর্বোচ্চ ২৭ ও ৩২ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।তাহলে দেখুন আবেদন পদ্ধতি
প্রথমে TCIL সংস্থার অফিসিয়াল পোর্টালে (www.tcil.net.in) গিয়ে যোগ্য প্রার্থীর মৌলিক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করে সরাসরি লগইন করুন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের লিংকে ক্লিক করুন।তারপর অনলাইনের মাধ্যমে ফর্মটি পূরণ করুন এবং যাবতীয় প্রয়োজনীয় নথি গুলো আপলোড করুন। তারপর আবেদন ফি প্রদান করুন। তারপর সাবমিট বটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন।
আবেদন করার শেষ তারিখ: টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডে পক্ষথেকে প্রকাশিত পদগুলিতে আবেদন করার শেষ তারিখ হল- ১৩/০৯/২০২৪ তারিখ।
নিয়োগ পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের কে মেইল এর মাধ্যমে পরীক্ষা ও ইন্টারভিউর তারিখ দিবে। তারপর সেই ডেট এ তাদের দক্ষতা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.tcil.net.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |