২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ: উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য রইল বড়সড়ো সুখবর। নানান ধরনের স্কলারশিপ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তবে তার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। তবেই মিলবে স্কলারশিপ। পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অ্যাপ্লাই করলেই স্কলারশিপ পাবে ছাত্র ছাত্রীরা। ১০ হাজার থেকে ১২ হাজার টাকা নগদ পাওয়া যাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে।
কিসের জন্য এই স্কলারশিপ
সরকারের থেকে স্কলারশিপ মানেই বেশিরভাগ সময় তা পড়াশোনা করার জন্যই হয়। ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর যাতে তাদের নিজেদের জীবনের ক্যারিয়ার গড়ে তুলতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার জন্য অভাব অনটন বুঝতে না পারে তার জন্যই এই কলারশিপ দেওয়া হয়। উচ্চশিক্ষার জন্য দেওয়া হচ্ছে স্কলারশিপ। তবে কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এবং কিভাবেই বা টাকা পাওয়া যাবে, তা অনেকেই জানেন না। সেই সকল উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ প্রতিবেদনে নানান সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হলো।
উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গড়ার সুযোগ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর জেনারেল লাইনে স্নাতক ডিগ্রী অর্জন করা কিংবা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করা যায়। বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারে। আইন, ফাইন আর্টস, হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে পারবে আর্টসের ছাত্র-ছাত্রীরা। কমার্স বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য নানান ম্যানেজমেন্ট কোর্স রয়েছে।
কারা পাবেন সরকারি স্কলারশিপ
উচ্চ মাধ্যমিকের পর স্কলারশিপ পেতে গেলে সে ক্ষেত্রে কিছু যোগ্যতা প্রয়োজন। এই প্রতিবেদনে তা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হলো। ফর্ম পূরণ করার পূর্বে অবশ্যই নোটিশ দেখে নেওয়া প্রয়োজন।
- উচ্চমাধ্যমিকে পাস করার পরও ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে ভর্তি হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০ থেকে ৬০% নম্বর বাধ্যতামূলক।
- পরিবারের বার্ষিক আয় কম হলে মিলবে বাড়তি সুবিধা।
নম্বরের ভিত্তিতে মিলবে স্কলারশিপ
- পাশ নম্বর পেলে ওয়েসিস, ঐক্যশ্রী স্কলারশিপর আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
- ৫০ শতাংশ নম্বর পেলে মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের আওতায় ১০০০০ টাকা পাওয়া যাবে।
- ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে। ১২ হাজার থেকে ৬০ হাজার টাকা পাওয়া যাবে এই প্রকল্পের আওতায়।
- ৮০ শতাংশের বেশি নম্বর পেলে বিভিন্ন বেসরকারি স্কলারশিপে টাকা পাওয়া সম্ভবনা থাকে।
আরও পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতায় রেল স্টেশনগুলিতে টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ – আবেদন করার পদ্ধতি দেখুন।
★এই ধরনের আরও খবরাখবর সবার প্রথমে পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |