UIDAI Recruitment 2024: রাজ্যের যে সকল চাকরী প্রার্থীরা অনেক দিন ধরে চাকরির সন্ধান করছিলেন, তাদের জন্য রইল একটি খুশির খবর। ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহ প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, বেতন কাঠামো, এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
UIDAI Recruitment 2024: বিবরণ
- নিয়োগ প্রতিষ্ঠান – ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI)
- পোস্টের নাম – সহকারী অ্যাকাউন্ট অফিসার হিসেবে পরামর্শক
- মোট শূন্যপদ – ০১ টি
- মাসিক বেতন – ৫০,০০০/- টাকা
- আবেদন পদ্ধতি – অফলাইন
কী কী যোগ্যতা প্রয়োজন
উল্লেখিত পদে আবেদন করতে পারবেন সেই সকল প্রার্থী যারা রাজ্য সরকার, কেন্দ্রিয় সরকার, পাবলিক সেক্টর আন্ডারটেকিস (পিএসইড) , স্বায়ওশাসিত সংস্থা, তে কাজ করতেন কিন্তু বর্তমান সময়ে অবসর প্রাপ্ত হয়ে রয়েছেন।
বয়স সীমা: আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৬৩
কীভাবে আবেদন করবেন
অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তারজন্য প্রার্থীদের এই প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। তারপর সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং তারসঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে যুক্ত করতে হবে। তারপর একটি মুখ বন্দি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায়, স্পীড পোস্ট, কিংবা সামনে গিয়ে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে ৩১/১০/২০২৪ তারিখের মধ্যে।
আবেদন পত্র জমা করার ঠিকানা: Director (HR), Unique Identification Authority of India (UIDAI) Regional Office 6th Floor, East Block, Swarna Jayanti Complex Beside, Matrivanam Ameerpet Hyderabad – 500 038 Telangana
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | uidai.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |