Calcutta University Peon Recruitment 2023: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাসের সমস্ত চাকরি প্রার্থীদের জন্যে আজকে একটি দারুন চাকরির সুযোগ। মাধ্যমিক পাস করে যে সমস্ত চাকরি প্রার্থীরা বেকার ছিলেন, তাদের কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিয়ন ও টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট ৯ টি শূন্যপদে। এখানে ফী ছাড়াই প্রার্থীরা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। তাহলে এই পদে আবেদন করার জন্য আর কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কত বয়সের প্রয়োজন, চাকরি পেলে কত বেতন দেবে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা রইলো আমাদের প্রতিবেদনে।
Calcutta University Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | কলকাতা বিশ্ববিদ্যালয় |
---|---|
পদের নাম | পিয়ন, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৯ টি |
বেতন (₹) | ১২,০০০-২৫,০০০/- |
চাকরির স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | caluniv.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (Calcutta University Recruitment 2023)
পদের নাম
কলকাতা বিশ্ববিদ্যালয় আবেদনকারী চাকরি প্রার্থীদের কে পিয়ন ও টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করবে।
শূন্যপদের সংখ্যা
কলকাতা বিশ্ববিদ্যালয়ে মোট ৯ টি শূন্যপদ রয়েছে
যোগ্যতা (Eligibility Criteria)
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী চাকরি প্রার্থীরা যারা পিয়ন পদে আবেদন করবে তারা যেমন কোনো সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস করতে হবে। এর সাথে সাথে ইংরেজি ভাষা জানতে হবে।
বয়সসীমা (Age Limit)
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স লাগবে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন পদ্ধতি (Calcutta University Recruitment 2023 Apply Process)
কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেসব চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের কে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তাহলে চলুন দেখেনিন অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার পদ্ধতি। সবার আগে আবেদন পত্র টি সংগ্রহ করে নিন আমাদের ওয়েবসাইট বা caluniv.ac.in থেকে। তারপর আবেদন পত্রটি নির্ধারিত ভাবে ফিলাপ করে নিন। ফিলাপ করতে লাগবে আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, পরিচয় প্রমাণ পত্র যেমন আধার বা ভোটার কার্ড নাম্বার, এরপর মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে ফিলাপ করে নিন। এরপর পরিচয় প্রমাণ পত্র ও শিক্ষাগত যোগ্যতার জেরক্স গুলো ও আবেদন পত্রটি একটি খামের মধ্যে ভরে নিবেন। তারপর নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব।
আবেদন পত্র জমা করার ঠিকানা- 87/1, College St, Calcutta University, Collage Square, Kolkata, Kolkata Pin-700073, West Bengal, India
নির্বাচন প্রক্রিয়া (Kolkata University Recruitment 2023 Selection Process)
আবেদনকারী প্রার্থীদের নিয়োগ হবে তাদের নথি যাচাইকরন ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কে কোনো রকমের ফী দিতে হবে নি, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ (Calcutta University Recruitment 2023 Last Date)
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল তথা ১৮.১২.২০২৩ আবেদন করার শেষ তারিখ।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ২৪.১১.২০২৩ |
আবেদন শেষ | ১৮.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | caluniv.ac.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |