WB Child Home Recruitment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য আবারো রইল একটি খুশির খবর। রাজ্য সরকারের কর্তৃপক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবকদের যুবতীদের বেকারত্ব কে দুর করার জন্য রাজ্যের চাইল্ড হোম এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। যেখানে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন যোগ্য। কীভাবে আবেদন করবেন,কি কি যোগ্যতা প্রয়োজন,বয়স সীমা,বেতন কাঠামো, এই নিয়ে জানার মন থাকলে অবশ্যই নিচে দেওয়া নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ূন।
WB Child Home Recruitment 2024: বিবরন
পদের নাম: রাজ্যের বিভিন্ন চাইল্ড হোমে Educator এবং Special Educator পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : এই নিয়োগের মাধ্যমে মোট ২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
মাসিক বেতন: এক্ষেত্রে যেহুতু দুটি পদ রয়েছে তাই পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা রয়েছে।
- Educator: এই পদে যে সকল প্রার্থীরা কাজে নিযুক্ত হবেন তারা মাসিক ১০,০০০/- টাকা করে বেতন পাবেন।
- Special Educator: এই পদে যে সকল প্রার্থীরা কাজ পাবেন তারা মাসিক – ২১,০০০/- টাকা করে বেতন পাবেন।
কি কি যোগ্যতা প্রয়োজন
এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের অবশ্যই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ রয়েছে।
- Educator: এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোন একটি শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
- Special Educator: এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীর স্নাতক ডিগ্রি র সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট অর্জন করতে হবে।
বয়স সীমা: আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কমপক্ষে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে আবেদন করবেন
আবেদন করার জন্য প্রার্থীদের এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদন পত্রের মধ্যে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জেরক্স করে সংযুক্ত করতে হবে। এই সমস্ত কিছু করার পর আবেদনপত্রটি স্ক্যান করে বা ছবি তুলে nnhsamity@gmail.com আইডিতে প্রেরণ করতে হবে।
কীভাবে নির্বাচন করা হবে
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক এবং যৌগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
ইন্টারভিউর তারিখ: Special Educator পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ০৯/০৯/২০২৪ তারিখে এবং Educator পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১০/০৯/২০২৪ তারিখে।
ইন্টারভিউর স্থান: সিডব্লিউএসএন বালকদের জন্য শিশু নিবাস কার্যালয়, নকশীপাড়া নির্মল হৃদয় সমিতি, গ্রাম- গালাইদারিপাড়া, ডাকঘর- বাদবিল্লগ্রাম, থানাঃ নকশীপাড়া, জেলা- নদিয়া, পিন- ৭৪১১২৬।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.nadia.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |