WB District Health Department Recruitment 2024: পশ্চিমবঙ্গের জাতীয় সাস্থ্য দপ্তরে আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির মাধ্যমে বেশকিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে যেসব পদের নাম উল্লেখ করা হয়েছে সেই সব পদে পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে অথবা মেয়ে প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তাহলে এই পদগুলিতে আগ্রহী প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? প্রভৃতি প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন, তারপর এই পদে আবেদন করবেন।
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪
পদের নাম সহ শূন্যপদের বিবরণ
আগ্রহী প্রার্থীদের এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদ গুলির নাম সহ শূন্যপদের সংখ্যার বিবরণ নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে-
পদের নাম | শূন্যপদে সংখ্যা |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট | ০২ টি |
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার | ০৭ টি |
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মো | ০৬ টি |
পরীক্ষাগার প্রকর্মী | ০১ টি |
WB District Health Department Recruitment 2024 যোগ্যতার মানদণ্ড
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা বিবরণ
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পদ গুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার বিবরণ নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে-
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট | ANM ও GNM | ২১-৪০ বছর |
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার | স্নাতক ডিগ্রি | ২১-৪০ বছর |
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মো | এমবিবিএস ডিগ্রি | ২১-৬৫ বছর |
পরীক্ষাগার প্রকর্মী | পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান ও ডিপ্লোমা | ২১-৪০ বছর |
কিভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এর জন্যে সবার প্রথমে সাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আবেদন লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করবেন। এরপর প্রয়োজনীয় নথি পত্র গুলি স্ক্যান করবেন। এগুলো হয়ে যাওয়ার পর আবেদন মুল্য প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণ পর আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। আবেদনটি সম্পন্ন হয়ে যাওয়ার পর একটি আবেদন পত্রের হার্ডকপি পাবেন সেই হার্ডকপি টি নিচে দেওয়া ঠিকানায় গিয়ে জমা করতে হবে।
আবেদনপত্রের হার্ডকপি জমা করার ঠিকানা:- আগ্রহী প্রার্থীদের কে CMOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar এই ঠিকানায় জমা করতে হবে।
আবেদন মুল্য:- জেনারেল প্রার্থীদের কে ১০০ টাকা এবং এসটি, এসসি, ওবিসি, মহিলা ও PWBD প্রার্থীদের কে ৫০ টাকা আবেদন মুল্য হিসেবে অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদন করার শেষ তারিখ কবে:- আবেদনকারীরা আগামী ২৪ জুন ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |