WB Gram Panchayat Recruitment 2024: আরো একবার রাজ্যের প্রত্যেকটি জেলার শিক্ষা প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে রাজ্যে নতুন করে গ্রাম পঞ্চায়েতে CRP-EP পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে মাত্র কয়েকটি জেলায় মাত্র ১০ টি শূন্যপদ রয়েছে। এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং তাদের বয়স হতে হবে ২৫-৪৫ বছরের মধ্যে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি, প্রতিমাসের বেতন সহ এই পদটির সম্বন্ধে বিস্তারিত জানুন আমাদের আজকের এই প্রতিবেদনের মধ্যে।
WB Gram Panchayat New Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | WB Gram Panchayat |
---|---|
পদের নাম | CRP-EP |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১০ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির স্থান | জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | jalpaiguri.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (WB Gram Panchayat Vacancy 2024)
পদের নাম
পশ্চিমবঙ্গ রাজ্যের যেসমস্ত জেলার গ্রাম পঞ্চায়েতে যেসব পদে কর্মী নিয়োগ হচ্ছে সেই পদগুলোর নাম হলো- Community Resource Person Enterprise Promotion (CRP-EP)
শূন্যপদের সংখ্যা
রাজ্যের গ্রাম পঞ্চায়েতে সবমিলিয়ে মোট ১০ শূন্যপদ রয়েছে, এবং শুধুমাত্র এখানে জলপাইগুড়ি জেলায় কর্মী নিয়োগ হবে।
যোগ্যতা (Eligibility Criteria)
WB Gram Panchayat এ আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক কমপ্লিট করতে হবে, এবং এর পাশাপাশি কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স ০১.০১.২০২৪ এই তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আরোও পড়ুন: ৯০০০ শূন্যপদে নিয়োগ করছে RRB, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের প্রার্থীরা আবেদন যোগ্য
আবেদন পদ্ধতি (Gram Panchayat Vacancy 2024 Apply Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের কে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে সবার প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নোটিশটি ডাউনলোড করুন। এরপর আবেদন পত্রটি আলাদা করে প্রিন্ট আউট করে নিন। এরপর আবেদন পত্রটি কালো কলমে ভালোভাবে ফিলাপ করে নিন। এরপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করে নিন। এরপর আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথির জেরক্স গুলো একসাথে করে একটি ভালো খামের মধ্যে ভরে নিন। এরপর আবেদন পত্র জমা করার ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিন।
আবেদনের জন্য প্রার্থীর প্রয়োজনীয় নথি- আধার কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ২ কপি পাসপোর্ট সাইজের ফটো।
আবেদন পত্র জমা করার ঠিকানা- Raiganj BDO Office, DRDC Jalpaiguri Office & BDO, Raiganj Office, Jalpaiguri, West Bengal, Pin no- 735101
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের আবেদন করার পর সবার প্রথমে লিখিত পরীক্ষা, গ্রুপ অ্যাক্টিভিটি ও মৌখিক পরীক্ষা হবে (সবমিলিয়ে ১০০ নাম্বারের)। এই পরীক্ষায় যদি ৬০ নাম্বারে পাশ করেন তাহলে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর মাধ্যমে WB Gram Panchayat CRP-EP পদে নিয়োগ করানো হবে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য কোনো রকমের টাকা পয়সা ধার্য করা হচ্ছে নি।
আবেদনের শেষ তারিখ (WB Gram Panchayat Vacancy 2024 Last Date)
পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের পক্ষথেকে প্রকাশিত পদে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন পত্রটি জমা দিতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০১.০২.২০২৪ |
আবেদন শেষ | ১৫.০২.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | jalpaiguri.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |