WB Group-D Recruitment 2024: যে সকল প্রার্থীরা নুন্যতম যোগ্যতায় পাশ করে বেকারত্বের জীবনযাপন করছেন, সেই সকল প্রার্থীদের জন্য রইল আজকে চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হোস্টেলে ছাত্রদের দেখা শুনার জন্য নাইট গার্ড, হেলপার, কুক সহ গ্রুপ- ডি কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তবে এখানে অত বেশি শূন্যপদে সংখ্যা নেই। তাই আর দেরি না করে, এক্ষুনি এই প্রতিবেদনের মাধ্যমে জেনেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত।
Alipurduar Hostel Staff, Group D Recruitment 2024: বিবরণ
পদের নাম: প্রকাশিত বিজ্ঞপ্তি তে যে কয়েকটি পদ রয়েছে, তা হল নাইট গার্ড, হেলপার, সুইপার, কুক।
শূন্যপদ কটি: সবমিলিয়ে এখানে মোট শূন্যপদের সংখ্যা হল ০৮ টি।
WB Group D Recruitment 2024: যোগ্যতার বিবরণ
এখানে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে, তার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে-
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো সরকারি স্কুল থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ।
বয়সসীমা: এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীর বয়সসীমা প্রয়োজন ১৮ থেকে ৪০ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী তপশিল জাতির প্রার্থীরা বয়সের ছাড় পাবে খুব সহজেই।
আবেদন করবেন কিভাবে (How To Apply Alipurduar Hostel Staff Recruitment 2024)
আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাবেন অফলাইনের মাধ্যমে। এর জন্যে আগ্রহী প্রার্থীদের কে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে তারপর আবেদন পত্রটি A4 মাপের জেরক্স পেপারে প্রিন্ট আউট করতে হবে। তারপর আগ্রহী প্রার্থীর নাম, ঠিকানা, তার অভিভাবকের নাম সহ যাবতীয় কার্যক্রমের তথ্য গুলো দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। তারপর একটি মুখবন্ধ খামে আবেদন পত্রটি ও প্রয়োজনীয় নথি পত্রের জেরক্স গুলো ভরে নিতে হবে। তারপর নিচে দেওয়া ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিতে হবে। বাকি বিস্তারিত জানতে চাইলে আগ্রহী প্রার্থীদের কে অফিসিয়াল নোটিশটি পড়তে হবে।
নির্দিষ্ট ঠিকানা: Dooars Kanya at the Office of the Additional District Magistrate, Chamber, Room No. 608, 6th Floor Dooars Kanya, Integrated Administrative Building, Alipurduar
কি পদ্ধতিতে নিয়োগ হবে
আগ্রহী প্রার্থীদের পূরণ করা আবেদন পত্র ও জেরক্স করা প্রয়োজনীয় নথিপত্রে ভরা মুখবন্ধ খামটি জমা পড়ার পরেই তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউয়ে যারা যারা পাশ করবেন তাদের কে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | alipurduar.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |