WB ICDS Recruitment 2024: সমস্ত চাকরী প্রার্থীদের জন্য একটি দূর্দান্ত খবর রয়েছে। গত মঙ্গলবার বাঁকুড়া জেলা প্রশাসনিক ভবনে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেখানে থেকে জন্য গিয়েছে যে আগামি ১৮ই জুলাই 2024 অঙ্গনওয়াডি ও সহায়ক পদে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে জেনে নিন এই নিয়োগ সম্পর্কে সমস্ত খুটিনাটি।
WB ICDS Recruitment 2024
- প্রতিষ্ঠানের নাম – ঐন্তিক শিশু উন্নয়ন পরিষেবা
- পোস্টের নাম – অঙ্গনাওয়াড়ি ও সহায়িকা কর্মী
- শূন্যপদের সংখ্যা – ৭০০ টি
- আবেদন মোড – অফলাইন।
- বেতন – প্রতিমাসে ৬,৫০০/- টাকা।
- চাকরির স্থান – বাঁকুড়া
WB ICDS Recruitment 2024: যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা: অঙ্গনওয়াডি ও সহায়িকা পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের যেকোনো একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
বয়স সীমা:উল্লেখিত পদে আবেদন করার জন্য ইছুক প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন
পদে আবেদন পত্র জমা করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এরজন্য প্রার্থীদের সরাসরি সস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে। হতে কলমে নির্ভুলভাবে পূরন করে নিজের স্থানীয় এলাকার ব্লকে সিডিপিও অফিসে রাখা বক্সে আবেদন পত্র জমা দিতে হবে।
আবেদনের তারিখ: এখানে পর্যন্ত কোনো অফিসিয়াল আবেদনের তারিখ ঘোষণা করেনি তবে জানা যাচ্ছে যে আগামী ১৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া ( WB ICDS Recruitment 2024 Selection Process)
অঙ্গনাওয়াড়ি ও সহায়িকা পদে আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ তে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | শীঘ্রই প্রকাশিত হবে |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wcdsw.wb.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |