রাজ্যের সমস্ত বেকার ছাত্র, ছাত্রিদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে মোট ৪ টি পদে নিয়োগ করা হবে। আগ্রহ প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? বেতন সীমা কত? নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে ইত্যাদি সমন্ধে জানতে নিচে দেওয়া নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ূন।
WB STM Recruitment 2024 বিবরণ
- প্রতিষ্ঠানের নাম – কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন।
- শূন্যপদের সংখ্যা- ৪ টি।
- পদের নাম – নিচে উল্লেখ করা হয়েছে।
- আবেদন মোড – অফলাইন।
- চাকরির স্থান – সারা ভারত।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (WB STM Recruitment 2024 Eligibility Criteria)
এখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যা নিচে আলোচনা করা হয়েছে।
Technical Officer: এই পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে মাইক্রোবায়োলজি তে B.Sc/বায়োটেকনোলজি/বায়োকেমিস্ট্রি / লাইফ সায়েন্স ইত্যাদি বিষয়ে পাস ঔর্ট করতে হবে। এবং সঙ্গে ৫ বছর অভিজ্ঞতা প্রয়োজন।
Laboratory Technician – পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে B.Sc কিংবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান তে ডিপ্লোমা।এবং সঙ্গে দুই বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
Laboratory Attendant – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে যে কোনো একটি বিষয়ে ইনিস্টিটিউট থাকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে এক বছর এর দক্ষতা অর্জন করতে হবে।
বয়স সীমা: WB STM Recruitment 2024 তে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর হলে আবেদন করতে পারবেন। এই নিয়ে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতন : এখানে প্রতিটি পদের জন্য আলাদা বেতন প্রক্রিয়া উল্লেখ করছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তাই সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন প্রদান করা হয় সেইভাবেই প্রদান করা হবে।
কিভাবে আবেদন করবেন (How to Apply for WB STM Recruitment 2024)
যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহী। তাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অফলাইন এর মাধ্যমে। এরজন্য প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। এরপর সেখানে গিয়ে আপনার সামনে আসা আবেদন পত্রটি ডাওনলোড করতে হবে। এরপর সেখানে প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ করার পর নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে – ১১/০৬/২০২৪ তারিখে আবেদন প্রক্রিয়া চলবে – ৩০/০৬/২০২৪ তারিখে পর্যন্ত।
আবেদনপত্রটি জমা দেয়ার ঠিকানা: ট্রপিক্যাল মেডিসিন স্কুল কলকাতা ১০৮ C.R
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
WB STM Recruitment 2024 তে আবেদনকারী প্রার্থীদের সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা সার্টেপিট এর মার্কস দেখা হবে। এরপর বিভিন্ন যোগ্যতা যেমন, বয়সসীমা,নথিপত্র ইত্যাদি যাচাই করা হবে। এই সব পর্যায় গুলি ফুলফিল করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |
TAGGED:12th pass jobs, All india vacancy