WBCSC recruitment 2024 যে সকল ছাত্র ছাত্রীরা মাস্টার ডিগ্রি থাকতে করে বসে আছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) এর পক্ষ থেকে অধ্যক্ষ পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? মাসিক বেতন কত? সময়সীমা কত? ইত্যাদী প্রশ্নের উত্তর জানার জন্য নিচে দেওয়া প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
WBCSC recruitment 2024: বিবরন
- বিভাগ – পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)
- পোস্টের নাম – প্রিন্সিপাল
- মোট শূন্যপদ – নিচে উল্লেখ করা হয়েছে।
- আবেদন মোড – অনলাইন
- চাকরির স্থান – পশ্চিমবঙ্গ
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria Of WBCSC recruitment 2024)
অধ্যক্ষ পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে মাস্টার ডিগ্রি ৫৫% মার্কস সহ এবং সঙ্গে PHD করে থাকলেই সে আবেদন করার যৌগ্য। এই নিয়ে আরো বিশদ জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৪০ থেকে সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। এছাড়াও কিছু প্রার্থীদের জন্য বয়স শিথিলকরন রয়েছে যেমন – SC/ST প্রার্থীদের জন্য ০৫ বছর ছাড়। OBC প্রার্থীদের জন্য ০৩ বছর ছাড়। PWD – প্রার্থীদের জন্য ১০ বছর ছাড় থাকবে।
আবেদন কিভাবে করবেন ( How to apply for WBCSC recruitment 2024)
অধ্যক্ষ পদে আবেদন করতে আগ্রহ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র নথিভুক্ত করতে হবে। এরজন্য সর্বপ্রথম পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন ফি
- SC/ ST/ OBC প্রার্থীদের জন্য – ৫০০/- টাকা
- সাধারণ (জেনারেল)- প্রার্থীদের জন্য – ৫০০০/- টাকা
আবেদন করার তারিখ:
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০/০৬/২০২৪ তারিখে
- আবেদন প্রক্রিয়া শেষ হবে – ১০/০৭/২০২৪ তারিখে।
নির্বাচন প্রক্রিয়া (selection process)
অধ্যক্ষ পদে নির্বাচনের জন্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের ইন্টারভিউ এর জন্য আমন্ত্রন জানানো যাবে। ইন্টারভিউ তে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।