WBP Lady Constable Exam Date 2023: ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে প্রকাশিত হলো লেডি কনস্টেবল পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড পাওয়ার তারিখ। তাহলে এই খবরটি শুনে করে এবার সকল মহিলা প্রার্থীদের মুখে একটাই প্রশ্ন উঠছে, কবে পাবো অ্যাডমিট কার্ড ও কবেই বা পরীক্ষা হবে।তবে পশ্চিমবঙ্গ পুলিশ এটাও জানিয়েছেন, যে এই ডিসেম্বর মাসের মধ্যেই লেডি কনস্টেবলের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পরীক্ষা হবে। তাহলে এই খবরটি শুনে করেও বেশ কিছু মহিলা প্রার্থী ভাবছেন এবং প্রশ্ন করছেন যে কবে, কিভাবে মিলবে এই দুটো পরীক্ষার অ্যাডমিট কার্ড। এবং কোথায় পরীক্ষা হবে। তবে এই নিয়ে আজকে আমাদের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা রইলো।
কত তারিখে লেডি কনস্টেবল নিয়োগের অ্যাডমিট কার্ড মিলবে
কিছু সরকারি তথ্য ও পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখে জানানো হয়েছিল যে আগামী ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে মানে আজকে মিলবে পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল নিয়োগের ডবল পরীক্ষার অ্যাডমিট কার্ড। হয়তো বেশ কিছু মহিলা প্রার্থীরা আজকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে। আবার কিন্তু কিছু কিছু মহিলা প্রার্থীরা যারা এখনো পর্যন্ত খবর পায়নি ও ডাউনলোড করেনি। তাহলে আর দেরি না করে আজকে নিজের মোবাইল ফোন থেকে বা পাশাপাশি কোনো অনলাইন সেন্টারে গিয়ে তাদের নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে
যদি আপনি মোবাইল বা ডেক্সটপ থেকে ডাউনলোড করতে চাইছেন। তাহলে সবার আগে wbpolice.gov.in বা prb.wb.gov.in এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে যাবেন। তারপর রেজিষ্টার করে নিবেন। এরপর আপনার রেজিষ্টার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইটটিতে লগইন করে নিবেন। এরপর আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে ছিলেন সেই নাম্বার টি দিবেন এবং আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিবেন।
WBP লেডি কনস্টেবল PMT ও PET পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর্যায় পৌঁছে যাবেন। এরপর ওখানে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি অ্যাপ্লিকেশন নাম্বার ও জন্মতারিখ দেওয়ার অপশন আসবে। সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্মতারিখ দিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাডমিট কার্ডটি বেরিয়ে আসবে। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
কত তারিখে লেডি কনস্টেবল নিয়োগের PMT/PET লিখিত পরীক্ষা হবে
পশ্চিমবঙ্গ পুলিশে পক্ষথেকে গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যেখানে জানানো হয়েছিল লেডি কনস্টেবলে আবেদনকারী যে সমস্ত মহিলা প্রার্থীরা আবেদন করছেন, তাদের আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বরে PMT/PET লিখিত পরীক্ষা হবে।
কবে এবং কোথায় লেডি কনস্টেবল নিয়োগের PMT/PET লিখিত পরীক্ষা হবে
ইতিমধ্যে জানানো হয়েছে যে আগামী ১৮.১২.২০২৩ থেকে ২৩.১২.২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল নিয়োগের PMT ও PET লিখিত পরীক্ষা হবে। তাহলে আবেদনকারী মহিলা প্রার্থীদের কোথায় পরীক্ষা হবে? তাহলে পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল নিয়োগে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পরীক্ষা তিনটি রেঞ্জের মধ্যে পরীক্ষা হবে। যেমন – মুর্শিদাবাদ রেঞ্জ, প্রেসিডেন্সি রেঞ্জ, এবং মেদিনীপুর রেঞ্জ। এই তিনটি রেঞ্জের মধ্যে লেডি কনস্টেবল PMT ও PET পরীক্ষা গুলো হবে। তাহলে এই তিনটি রেঞ্জে নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে নিচের লিস্টে।
- মুর্শিদাবাদ রেঞ্জ: এই মুর্শিদাবাদ রেঞ্জে পরীক্ষাটি হবে আগামী ১৮.১২.২০২৩ থেকে ২২.১২.২০২৩ তারিখে। এবং পরীক্ষা টি হবে মুর্শিদাবাদ রেঞ্জের বহরমপুর স্টেডিয়াম, গোরা বাজার, বহরমপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর- ৭৪২১০১, এই রেঞ্জের মধ্যে যে কয়টি জেলা পড়ছে সেই জেলা গুলোর নাম হল- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পিং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ।
- প্রেসিডেন্সি রেঞ্জ: এই প্রেসিডেন্সি রেঞ্জে পরীক্ষাটি হবে আগামী ১৮.১২.২০২৩ থেকে ২৩.১২.২০২৩ তারিখে। এবং পরীক্ষাটি হবে প্রেসিডেন্সি রেঞ্জের SSF Bn Parade Ground, মঙ্গল পান্ডে উদ্দ্যান, ব্যারাকপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পিন নম্বর- ৭০০১২০। এই রেঞ্জের মধ্যে যে কয়টি জেলা পড়ছে সেই জেলা গুলোর নাম হল- দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, নদীয়া।
- মেদিনীপুর রেঞ্জ: এই মেদিনীপুর রেঞ্জে পরীক্ষাটি হবে আগামী ১৮.১২.২০২৩ থেকে ২৩.১২.২০২৩ তারিখে। এবং পরীক্ষাটি হবে মেদিনীপুর রেঞ্জের পারাডে গ্রাউন্ড পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন, কেতলি থানা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পিন নম্বর- ৭২১১০১। এই রেঞ্জের মধ্যে যে কয়টি জেলা পড়ছে সেই জেলা গুলোর নাম হল- পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম।
অতএব পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল নিয়োগের যে সমস্ত মহিলা প্রার্থীরা যারা আবেদন করেছেন। তারা আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবে। তবে পরীক্ষার দিন আবেদনকারী প্রার্থীদের কে তাদের অ্যাডমিটটি অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
লেডি কনস্টেবল পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | wbpolice.gov.in prb.wb.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |