WCD Anganwadi Worker And Helper Recruitment 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের সমস্ত আগ্রহী মহিলা প্রার্থীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। গত কয়েকদিন আগে উড়িষ্যার মহিলা ও বাচ্চা ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এ দুটি পদে মোট মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২৫৪৫টি। তাহলে আগ্রহীদের এখানে মাসিক বেতন কত দেয়া হবে? আবেদনের জন্য তাদের শিক্ষা যোগ্যতা ও বয়সসীমা কি প্রয়োজন? তার কিভাবে আবেদন করবেন? তাদের নিয়োগ কিভাবে হবে? আবেদনের শেষ তারিখ কবে? প্রভৃতি প্রশ্নের উত্তর রইল আজকের এই প্রতিবেদনে।
WCD Anganwadi Worker And Helper Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা: ওড়িশার WCD এর পক্ষথেকে প্রকাশিত অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগ করা হবে। এবং এই দুটি পদে মোট শূন্যপদের সংখ্যা ২৫৪৫ টি। তাহলে দুটি পদে শূন্যপদের সংখ্যা নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা হল-
- অঙ্গনওয়াড়ি কর্মী পদে- ২৬৩ টি
- অঙ্গনওয়াড়ি হেল্পার পদে- ২২৮২ টি
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা মানদণ্ড (Eligibility Criteria Of WCD Anganwadi Worker And Helper Recruitment 2024)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে যোগ্য প্রার্থীদের কে যেকোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এখানে আবেদন করতে যোগ্য প্রার্থীদের বয়সসীমা ০১/০৭/২০২৪ তারিখ অনুসারে ১৯ থেকে ৩৫বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন? (How To Apply WCD Anganwadi Worker And Helper Recruitment 2024)
সমস্ত আগ্রহী মহিলা প্রাচীদের কে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তাহলে দেখুন অনলাইনে আবেদন করার পদ্ধতি। আগ্রহীদের প্রথমে WCD এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রিক্রুটমেন্ট অথবা ক্যারিয়ার অপশনে ক্লিক করে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি তে আগ্রহী মহিলা প্রার্থীর নাম স্থানীয় ঠিকানা তার জন্ম তারিখ সহ শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার প্রমাণপত্রের তথ্য দিয়ে ফিলাপ করে নিবেন এবং এর সাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে দিবেন। তারপর এবার ভেরিফাই করে নিয়ে সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
আবেদনের শেষ তারিখ: সমস্ত আগ্রহী মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন আগামী ০৮ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (WCD Anganwadi Worker And Helper Recruitment 2024 Selection Process)
সমস্ত আগ্রহী মহিলা প্রার্থীদের এখানে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিঙ্ক | Apply Online |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wcdodisha.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |