AIIMS Kalyani Recruitment 2024: রাজ্যের সকল উচ্চ শিক্ষা অর্জনকারী শিক্ষা প্রার্থীদের জন্যে আজকে নিয়ে আসলাম একটি দুর্দান্ত চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের AIIMS কল্যাণীতে Senior Resident পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মোট ১০৭ টি শূন্যপদ খালি রয়েছে, এবং এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স দরকার সর্বোচ্চ ৪৫ বছর। নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ও চাকরি পাওয়ার পর প্রতিমাসে বেতন দেবে ১৫ হাজার থেকে ৩৯ হাজার টাকা পর্যন্ত। তাহলে AIIMS কল্যাণীর তরফে প্রকাশিত পদে কিভাবে আবেদন করবেন, কত তারিখের মধ্যে আবেদন করবেন, আবেদনের জন্য ক যোগ্যতা ও কত টাকা খরচ হবে। এই নিয়েই খুঁটিনাটি আলোচনা রইলো আমাদের আজকের এই প্রতিবেদনে।
AIIMS Kalyani Recruitment 2024 Vacancy Details- Overview
নিয়োগ সংস্থা | All India Institute of Medical Sciences Kalyani (AIIMS Kalyani) |
---|---|
পদের নাম | Senior Resident |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১০৭ টি |
বেতন (₹) | ১৫,৬০০-৩৯,১০০/- |
চাকরির স্থান | কল্যাণী, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | aiimskalyani.edu.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
এইইমস কল্যাণীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (AIIMS Kalyani Recruitment 2024)
পদের নাম
AIIMS কল্যাণীর তরফে প্রকাশিত পদের নাম হলো Senior Resident (প্রবীণ বাসিন্দা)।
শূন্যপদের সংখ্যা
AIIMS কল্যাণীতে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হলো ১০৭ টি
আরোও পড়ুন: জেলা ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ সি পদে নিয়োগ, মোট ১০০ টি শূন্যপদ
যোগ্যতা (Eligibility Criteria)
AIIMS কল্যাণীতে যে সব চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের কে যেকোনো সরকারি বা বেসরকারি কলেজ থেকে এমডি, এমএস, ডিএনবি, এম.এসসি, M.Biotech, Ph.D, এমবিবিএস, ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
বয়সসীমা (Age Limit)
AIIMS কল্যাণীতে আবেদনকারী প্রার্থীদের বয়স দরকার সর্বোচ্চ ৪৫ বছর, তাছাড়া এখানে OBC প্রার্থীরা- ৩ বছর, ST, SC প্রার্থীরা- ৫ বছর এবং PWD (OPH) প্রার্থীরা- ১০ বছরের ছাড় পেয়ে যাবে।
আবেদন পদ্ধতি (AIIMS Kalyani Recruitment 2024 Apply Process)
AIIMS কল্যাণীতে আবেদনকারী চাকরি প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য চাকরি প্রার্থীরা আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ (Download) করে নিন। তারপর AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের এই প্রতিবেদনের নিচে আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন পত্রের পেজে এন্টার করবেন। তারপর আবেদন পত্রটি নিখুঁত ভাবে সম্পন্ন নিবেন। এরপর গ্রহণযোগ্য আবেদন মুল্য প্রদান করবেন অনলাইনের মাধ্যমে। তারপর পাশে সাবমিট (Submit) বাটন পাবেন সেখানে হালকা করে চাপ দিলেই আপনার আবেদন সম্পন্ন। এরপর আবেদন নাম্বার দিয়ে আবেদন পত্রটি (Application from) প্রিন্ট আউট করে নিজের কাছে যত্ন করে রেখে দিবেন, এবং ইন্টারভিউর দিন সাথে করে নিয়ে যাবেন।
নির্বাচন প্রক্রিয়া (AIIMS Kalyani Recruitment 2024 Selection Process)
AIIMS কল্যাণীতে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে।
আরোও পড়ুন: উচ্চমাধ্যমিক পাসে উত্তর রেলওয়েতে লেভেল ১,২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ২৫,০০০ থেকে শুরু
আবেদন ফী
AIIMS কল্যাণীতে আবেদনকারী অসংক্ষরিত ও ওবিসি প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন মুল্য প্রদান করতে হবে, এবং এসটি, এসসি ও PWD প্রার্থীদের কে কোনো আবেদন মুল্য প্রদান করতে হবে নি।
অর্থ প্রদানের পদ্ধতি- যেকোনো অনলাইন সাইবার ক্যাফ বা NEFT এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ (AIIMS Kalyani Recruitment 2024 Last Date)
AIIMS কল্যাণীতে আবেদন শুরু হয়েছে গত ০২ জানুয়ারি ২০২৪ থেকে এবং চলবে আগামী ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০২.০১.২০২৪ |
আবেদন শেষ | ১০.০১.২০২৪ |
ইন্টারভিউ | ১৫ ও ১৬ জানুয়ারি |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |