UPSC Recruitment 2023: ভারতবর্ষের যে সকল চাকরি প্রার্থীরা এই মুহূর্তে সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্যে রয়েছে আজকে একটি বিরাট সুখবর। সর্ব ভারতীয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর মাধ্যমে National Defence Academy ও Naval Academy Examination এর বিভিন্ন পদে নিয়োগ হবে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৮৫৭ টি। তবে ভারতের যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা আগামী ০৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সকল চাকরি প্রার্থীরা একনজরে দেখেনিন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি, আবেদন করতে কি কি যোগ্যতা, কত বয়স, নিয়োগ সম্বন্ধে আরো বিস্তারিত।
UPSC Recruitment Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) |
---|---|
পদের নাম | National Defence Academy & Naval Academy Examination এর বিভিন্ন |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৮৫৭ টি |
বেতন (₹) | ৫৬,১০০-২,৫০,০০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | upsc.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
UPSC এর মাধ্যমে নেভি, আর্মি ও এয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (UPSC Recruitment 2023 All Details)
পদের নাম
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে আবেদনকারী চাকরি প্রার্থীদের যেসব পদে নিয়োগ হবে সেগুলো নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে-
- National Defence Academy (Army)
- National Defence Academy (Navy)
- National Defence Academy (Air Force) (Flying)
- National Defence Academy (Air Force) (Ground Duties (Tech)
- National Defence Academy (Air Force) (Ground Duties (Non Tech)
- Indian Military Academy, Indian Naval Academy
- Air Force Academy
- Officers Training Academy (Men)
- Officers Training Academy (Women)
শূন্যপদের সংখ্যা
UPSC সবমিলিয়ে মোট ৮৫৭ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং পদের নাম সহ শূন্যপদের সংখ্যা গুলোর বিবরন নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে-
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
National Defence Academy (Army) | ২০৮ টি |
National Defence Academy (Navy) | ৪২ টি |
National Defence Academy (Air Force) (Flying) | ৯২ টি |
National Defence Academy (Air Force) (Ground Duties (Tech)) | ১৮ টি |
National Defence Academy (Air Force) (Ground Duties (Non Tech)) | ১০ টি |
Naval Academy (10+2 Cadet Entry Scheme) | ৩০ টি |
Indian Military Academy | ১০০ টি |
Indian Naval Academy | ৩২ টি |
Air Force Academy | ৩২ টি |
Officers Training Academy (Men) | ২৭৫ টি |
Officers Training Academy (Women) | ১৮ টি |
যোগ্যতা (Eligibility Criteria)
UPSC এর মাধ্যমে প্রকাশিত পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কে যেকোনো সরকারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস এবং কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক, ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
UPSC এর মাধ্যমে প্রকাশিত পদে আবেদনকারী প্রার্থীর বয়স প্রয়োজন সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
UPSC এর মাধ্যমে প্রকাশিত পদ গুলোতে আবেদন করতে হলে সকল চাকরি প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে করতে হবে। তার জন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে বুঝে নিন পদ গুলোর সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। এরপর আমাদের আজকের এই প্রতিবেদনটির ঠিক নিচে Apply Now বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই সরাসরি আবেদন পত্রের পেইজে এন্টার করবেন। তারপর আবেদন পত্রে নিজের নাম,অভিভাবকের নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, পরিচয় প্রমাণ পত্র মোবাইল নাম্বার এসব তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিবেন। তারপর যে আবেদন ফী চার্জ করা হচ্ছে সেটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিবেন। তারপর সাবমিট বাটন বলে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করলেই তার কিছু সেকেন্ডের মধ্যেই আপনার আবেদন পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে যাবে। এরপর পরবর্তী সময়ে প্রয়োজনের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন এবং নিজের কাছে ভালোভাবে যত্ন করে রেখে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের তাদের পদ অনুযায়ী নির্বাচন করা হবে। তার মধ্যে যে যে নিয়ম গুলো পড়ছে সেগুলো হলো লিখিত পরীক্ষা, সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড পরীক্ষা, ইন্টেলিজেন্স পরীক্ষা, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব পরীক্ষা, পাইলট যোগ্যতা পরীক্ষা, এই পরীক্ষা গুলো হওয়ার পর তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করবে।
আবেদন ফী
UPSC এর মাধ্যমে প্রকাশিত পদে আবেদনকারী প্রার্থীদের আবেদনের চার্জ রেখেছে যেমন- ST, SC ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী লাগবে নি এবং বাকি অন্যান্য কাস্টের প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা ফী।
অর্থ প্রদানের পদ্ধতি- Paytm, Gpay, বা কোনো অনলাইন সাইবার ক্যাফ
আবেদনের শেষ তারিখ (Last Date)
UPSC এর মাধ্যমে প্রকাশিত পদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে আগামী ০৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত, তবে আবেদন শুরু হয়ে গিয়েছে গত ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে, তাহলে আবেদনকারী প্রার্থীরা আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ২০.১২.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০১.২০২৪ |
আবেদন পত্র সংশোধন | ১০-১৬.০১.২০২৪ |
পরীক্ষা শুরু | ২১.০৪.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF1 Download PDF2 |
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | upsc.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |