Balmer Lawrie Recruitment 2024: পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতের অন্যান্য রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রইল আজকে দারুন চাকরির সুখবর। বামার লরির পক্ষথেকে গত কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগ্রহী প্রার্থীদের জুনিয়র অফিসার পদের মোট ৩৩ খানা বিভাগে নিয়োগ করা হবে। এই ৩৩ খানা বিভাগে ভারতের যেকোনো প্রান্তের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাহলে কোন কোন ৩৩ খানা বিভাগে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন? কিভাবে নির্বাচিত করা হবে? শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? কত তারিখ পর্যন্ত আবেদন জানতে পারবেন? এসব নিয়েই খুঁটিনাটি আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। তাই আগে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন, তারপর বামার লরির পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করুন।
বামার লরিতে কর্মী নিয়োগ ২০২৪
Balmer Lawrie Recruitment 2024 শূন্যপদের বিবরণ
শূন্যপদের নাম:- বামার লরির পক্ষথেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, সেখানে আগ্রহী প্রার্থীদের মোট ৩৩ টি বিভাগে জুনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে। যা নিচের তালিকায় বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে-
- জুনিয়র অফিসার (অপারেশন্স)
- জুনিয়র অফিসার (ইলেক্ট্রিক্যাল)
- জুনিয়র অফিসার (এসসিএম)
- জুনিয়র অফিসার (প্রোডাকশন)
- জুনিয়র অফিসার (কোয়ালিটি অ্যাশিয়োরেন্স)
- জুনিয়র অফিসার (পিডিসি অ্যান্ড পাইলট প্ল্যান্ট)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন্স)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি অ্যাশিয়োরেন্স)
- ডেপুটি ম্যানেজার (রিটেল সেলস)
- ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড)
- সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড)
- ম্যানেজার (অপারেশন্স)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিকো ফাংশনাল)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্যাপ অ্যাব্যাপ)
- ইউনিট হেড (কোল্ড চেন)
- জুনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন)
- ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স)
- ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স)
- ভাইস প্রেসিডেন্ট (প্রোজেক্টস)
বেতনসীমা (Salary)
বামার লরির পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে চাকরির জন্য নির্বাচিত হওয়া আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রতিমাসে ২১,৭৫০ টাকা থেকে শুরু করে ২.৬০.০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Balmer Lawrie Recruitment 2024 যোগ্যতার বিবরণ
শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য প্রতিটি পদে আলাদা আলাদা ভাবে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করে আবেদন করুন
বয়সসীমা:- বামার লরির বিভিন্ন পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ২৫ উর্ধ্বে এবং ৪৮ বছরের নিম্নে হতে হবে।
কিভাবে আবেদন করবেন (How To Apply Balmer Lawrie Recruitment 2024)
সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। তাহলে প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করুন। এরপর ভালোভাবে আবেদন পত্রটি ফিলাপ করবেন। এরপর দরকারি ডকুমেন্টস এর জেরক্স গুলো এবং ফিলাপ করা আবেদন পত্রটি একটি খামের ভেতর ভরে নিবেন এবং স্পীড পোস্টের মাধ্যমে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিবেন।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:- আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবেন আগামী ০৫/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
এখানে কিছু কিছু পদে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং বাকি অন্যান্য পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | www.balmerlawrie.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |