Bank Of Baroda Recruitment 2024: গ্র্যাজুয়েশন প্রার্থীদের জন্য ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। গত ১২ জুন ২০২৪ তারিখ অর্থাৎ বুধবার সকালে ব্যাংক অফ বরোদার পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে এখানে ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট সহ আরও বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে মোট ৬৬৭ শূন্যপদে। এখানে মাসিক বেতনের পরিমাণ রয়েছে ৫৫,০০,০০০ টাকা পর্যন্ত। তাহলে এই পদগুলিতে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? তারা কি ভাবে আবেদন করবেন? তাদের কি ভাবে নিয়োগ হবে? কত তারিখ অবদি আবেদন চলবে? এসব প্রশ্নের জবাব পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে।
ব্যাংক অফ বারোদায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪
পদের নাম ও শূন্যপদের সংখ্যার বিবরণ
আগ্রহী প্রার্থীদের এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদগুলির নাম নিচের ছকে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে-
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট-ডেটা সায়েন্টিস্ট | ০২ টি |
সহকারী ভাইস প্রেসিডেন্ট-ডেটা সায়েন্টিস্ট | ০৫ টি |
উপ-সহ-সভাপতি-ডাটা ইঞ্জিনিয়ার | ০২ টি |
সহকারী ভাইস প্রেসিডেন্ট-ডেটা ইঞ্জিনিয়ার | ০৪ টি |
অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট | ০১ টি |
স্থপতি উদ্যোগ | ০১ টি |
অবকাঠামো স্থপতি | ০২ টি |
ইন্টিগ্রেশন এক্সপার্ট | ০২ টি |
প্রযুক্তি স্থপতি | ০২ টি |
মান নিশ্চিতকরণ প্রকৌশলী | ০২ টি |
সিনিয়র ডেভেলপার-ফুল স্ট্যাক জাভা | ০৮ টি |
ডেভেলপার- ফুল স্ট্যাক জাভা | ০৩ টি |
বিকাশকারী – সম্পূর্ণ স্ট্যাক .NET এবং JAVA | ০৫ টি |
সিনিয়র ডেভেলপার – মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট | ০২ টি |
বিকাশকারী – মোবাইল অ্যাপ্লিকেশন | ০৫ টি |
সিনিয়র UI/UX ডিজাইনার | ০১ টি |
UI/UX ডিজাইনার | ০১ টি |
জোনাল সেলস ম্যানেজার – MSME | ০১ টি |
জোনাল সেলস ম্যানেজার – MSME – CV/CME | ০১ টি |
জোনাল সেলস ম্যানেজার – MSME – LAP | ০১ টি |
সহকারী ভাইস প্রেসিডেন্ট MSME- সেলস | ১৭ টি |
সহকারী ভাইস প্রেসিডেন্ট MSME – সেলস সিভি/সিএমই লোন | ০৩ টি |
সিনিয়র ম্যানেজার MSME-সেলস | ০৭ টি |
সিনিয়র ম্যানেজার MSME – সেলস সিভি/সিএমই লোন | ০৪ টি |
সিনিয়র ম্যানেজার MSME – সেলস LAP/ লোন | ০১ টি |
সিনিয়র ম্যানেজার MSME – বিক্রয় ফরেক্স (রপ্তানি/আমদানি ব্যবসা) | ১০ টি |
ম্যানেজার MSME -সেল | ১১ টি |
রেডিয়েন্স প্রাইভেট সেলস হেড | ০১ টি |
গ্রুপ প্রধান | ০৪ টি |
টেরিটরি হেড | ০৮ টি |
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার | ২৩৪ টি |
ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার | ২৬ টি |
প্রাইভেট ব্যাংকার-রেডিয়েন্স প্রাইভেট | ১২ টি |
গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড) | ০১ টি |
সম্পদ কৌশলবিদ (বিনিয়োগ ও বীমা) | ০৯ টি |
পণ্য প্রধান – ব্যক্তিগত ব্যাংকিং | ০১ টি |
পোর্টফোলিও গবেষণা বিশ্লেষক | ০১ টি |
সহকারী ভাইস প্রেসিডেন্ট- অধিগ্রহণ ও সম্পর্ক ব্যবস্থাপক | ১৯ টি |
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ | ০১ টি |
ডিজিটাল ঋণ ঝুঁকি বিশেষজ্ঞ | ০২ টি |
ক্রস সেলের জন্য বিশেষ বিশ্লেষণ, BNPL | ০৩ টি |
জোনাল লিড ম্যানেজার- বণিক ব্যবসা অর্জন | ০৪ টি |
ডেটা ইঞ্জিনিয়ার | ০১ টি |
এমএল অপস বিশেষজ্ঞ | ০১ টি |
RPA-Recon প্রক্রিয়া অটোমেশন বিশেষজ্ঞ | ০১ টি |
বিজনেস ম্যানেজার (মোবাইল ব্যাংকিং) | ০১ টি |
বিজনেস ম্যানেজার (FASTAG) | ০১ টি |
বিজনেস ম্যানেজার (BBPS) | ০১ টি |
লিড – UPI | ০১ টি |
লিড – ডিজিটাল ব্যাংক | ০১ টি |
ডিজিটাল পার্টনারশিপ লিড – কর্পোরেট | ০১ টি |
বিজনেস লিড – উদীয়মান স্টার্টআপ | ০১ টি |
বিশ্লেষণ- ব্যক্তিগত লোন | ০১ টি |
অ্যানালিটিক্স-অটো লোন | ০১ টি |
অ্যানালিটিক্স-গোল্ড লোন | ০১ টি |
অ্যানালিটিক্স-হোম লোন | ০১ টি |
ক্রিয়েটিভ ডিজাইনার | ০১ টি |
লিড – ডিজিটাল পেমেন্ট জালিয়াতি প্রতিরোধ | ০১ টি |
লিড – কিয়স্ক অপারেশন | ০১ টি |
বিশেষজ্ঞ UI/UX- গ্রাহক যাত্রা | ০১ টি |
UPI মার্চেন্ট প্রোডাক্ট ম্যানেজার | ০৪ টি |
UI/UX বিশেষজ্ঞ-ডিজিটাল যাত্রা | ০১ টি |
প্রতিরক্ষা ব্যাংকিং উপদেষ্টা (DBA) | ০৭ টি |
ফরেক্স অধিগ্রহণ ও সম্পর্ক ব্যবস্থাপক (MMG/S-II) | ১১ টি |
ফরেক্স অধিগ্রহণ ও সম্পর্ক ব্যবস্থাপক (MMG/S-III) | ০৪ টি |
ক্রেডিট বিশ্লেষক (MMG/S-II) | ১০ টি |
ক্রেডিট বিশ্লেষক (MMG/S-III) | ৭০ টি |
রিলেশনশিপ ম্যানেজার (MMG/S-III) | ৪৪ টি |
রিলেশনশিপ ম্যানেজার (SMG/S-IV) | ২২ টি |
সিনিয়র ম্যানেজার- বিজনেস ফাইন্যান্স | ০৪ টি |
প্রধান ব্যবস্থাপক-অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ | ০৩ টি |
ব্যাংক অফ বারোদায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ২০২৪ যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা:- ব্যাংক অফ বারোদা এর পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে CA, CFA, CMA, CS, BCA, B.Sc, BE/ B.Tech, MCA, MBA, ME, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করতে হবে।
বয়সসীমা:- ব্যাংক অফ বারোদার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সম্বন্ধে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাংক অফ বারোদার এই পদগুলিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে বারোদা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে bankofbaroda.in যাবেন। এরপরে আবেদন ফরমের লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফরম টি আসবে সেখানে আবেদনকারীর সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফরমটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে নিবেন। এরপরে আবেদন ফী অনলাইনের মাধ্যমে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন করার শেষ তারিখ:- আগামী জুলাই মাসের দু তারিখ (০২/০৭/২০২৪) পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে
নিয়োগ পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইন ভিত্তিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।