Jio Work Form Home Jobs: স্কুল কলেজের ছাত্রছাত্রী হোক কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তি, এবার বয়স কিংবা যোগ্যতার কোন বাধা বিঘ্ন ছাড়া চাকরি দিচ্ছে রিলায়েন্স জিও। এই চাকরি হবে ঘরে বসেই। লাগবে না কোন কম্পিউটার কিংবা ল্যাপটপ। শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই যাবতীয় কাজ করতে হবে আপনাকে। এই চাকরিতে আপনার ভাষা কোন ব্যবধান হয়ে দাঁড়াবে না। আপনি আপনার স্থানীয় ভাষায় কাজ করতে পারবেন। হিন্দি কিংবা ইংরেজি জানার কোন বাধ্যবাধকতা নেই।
কিভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন?
প্রথমেই প্লে স্টোরে গিয়ে জিও কেরিয়ার অ্যাপ লিখে সার্চ বারে সার্চ করুন। এরপর ওই অ্যাপ ইন্সটল করে নিন নিজের ফোনে। এরপর সেখানে নিজের নাম, বাবার নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এন্টার করার পর “jiohr” এর পক্ষ থেকে একটি মেইল আসবে আপনার মেইল আইডিতে। এরপর আরও একটি মেল আসবে আপনার কাছে। এখানে ওটিপি এবং ইউজার আইডি দেওয়া হবে আপনাকে।
নিজের গুরুত্বপূর্ণ তথ্য দিন
এরপর জিও ক্যারিয়ার অ্যাপ ওপেন করে সেখানে “New User” অপশনে ক্লিক করুন। এরপর সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে সেখানে নিজের আধার কার্ডে লেখা নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, লিখুন। এরপর একটি পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ড এর জায়গায় লিখুন। ওই পাসওয়ার্ড কনফার্ম করার জন্য নিচের কনফার্ম পাসওয়ার্ড অপশনেও পাসওয়ার্ডটি লিখুন। তার নিচে আধার কার্ড নম্বর লিখুন।
আবেদনের নিয়ম
এরপর আরেকটি ইন্টারফেস খুলে যাবে আপনার সামনে। পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর অনেকগুলি অপশন সামনে আসবে তার মধ্যে ফ্রিল্যান্সার অপশনে গিয়ে ক্লিক করুন। এরপর আপনি কোন জায়গা থেকে কাজ করতে চান তার কিছু অপশন আসবে। নিজের পছন্দমত অপশন বেছে নিন, কারণ ঘরে বসেই কাজ করতে হবে আপনাকে। এরপর “Apply Now” অপশনে গিয়ে ক্লিক করে দিন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেওয়া হবে।
ভিডিও ইন্টারভিউ কিভাবে দেবেন
এরপর অ্যাসেসমেন্ট অপশন এ ক্লিক করুন। সেখানে আপনি তিনটে অ্যাসেসমেন্ট দেখতে পাবেন। “Access Yourself” অপশনে ক্লিক করুন। এরপরই আপনার টেস্ট শুরু হবে। “yes” অপশনে ক্লিক করুন। একবার টেস্ট শুরু হলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। এরপর আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি টি লিখুন। এরপর শুরু হবে টেস্ট। যেখানে কিন্তু আপনার মুখ ক্যামেরার সামনে সঠিকভাবে দেখা গেলে তবেই আপনি সিলেক্টেড হবেন। “জিও কাস্টমার এসোসিয়েট অ্যাসেসমেন্ট” অপশন এ ক্লিক করুন। এরপর ছটি ইনস্ট্রাকশন আসবে আপনার জন্য। সেগুলি ভালো করে পড়ে নেবার পর একেবারে নিচে থাকা অপশনে ক্লিক করুন। এরপর চারটি প্রশ্ন আসবে আপনার কাছে। চারটি প্রশ্নের সঠিক উত্তর দিন। তবে উত্তরগুলি সাবমিট করার আগে আপনার কাছ থেকে জেনে নেওয়া হবে আপনি সেই উত্তরগুলি সাবমিট করতে চান কিনা। উত্তরগুলি সাবমিট করার পর শুরু হবে ভিডিও ইন্টারভিউ। তারপর ভিডিও ইন্টারভিউ অপশনে ক্লিক করুন। এরপর আরো দুটি অপশন এর মধ্যে প্রথম অপশনে ক্লিক করুন। ভিডিও ইন্টারভিউয়ের জন্য আপনার কাঁধ ক্যামেরার মধ্যে দৃশ্যমান হতে হবে। ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা কিংবা কোন হালকা রঙের।
ভিডিও ইন্টারভিউয়ের জন্য প্রশ্ন:
1.আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন?
2.কেন আপনি Jio এর সাথে যুক্ত হতে চান?
3.আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে বলুন?
4.আপনি একটি নতুন স্মার্টফোন পেতে চান. আপনি কীভাবে আপনার পিতামাতা/পরিবারকে আপনার জন্য এটি পেতে রাজি করবেন?
উল্লিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে ভিডিও ইন্টারভিউ এর মাধ্যমে। প্রতিটি প্রশ্নের জন্য দেড় মিনিট করে সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। প্রত্যেকটি প্রশ্নের সুন্দরভাবে এবং সাবলীলভাবে জবাব দিতে হবে। এরপর আপনার দেওয়া ভিডিও ইন্টারভিউ গুলির ভালো করে রিভিউ করা হবে।