KMC Staff Nurse Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা নার্স পদে চাকরির আশায় রয়েছেন, তাদের জন্য আজকে দারুন চাকরির বড় সুখবর। কলকাতা পৌরসভায় (KMC) মোট ৫৫ জন কর্মী স্টাফ নার্স ও ফার্মাসিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এখানে আবেদন করতে চাকরি প্রার্থীর কাছ থেকে কোনো টাকা চার্জ করা হবে নি। এবং চাকরি পাওয়ার পর বেতন দেওয়া হবে ২২,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত। তাহলে সকল চাকরি প্রার্থীরা আর দেরি করছেন কেনো এক্ষুনি আবেদন পত্র সংগ্রহ করে নিন, এবং আবেদন পত্র পাঠিয়ে দিন। তাহলে কত তারিখের মধ্যে পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, কত যোগ্যতা ও কত বয়স লাগবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা রইলো আমাদের প্রতিবেদনে।
KMC Recruitment 2023 – Overview
নিয়োগ সংস্থা | কলকাতা পৌরসভা (KMC) |
---|---|
পদের নাম | স্টাফ নার্স, ফার্মাসিস্ট |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৫৫ টি |
বেতন (₹) | ২২,০০০/-২৫,০০০/- |
চাকরির স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | kmcgov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কলকাতা পৌরসভায় স্টাফ নার্স ও ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (KMC Staff Nurse Recruitment 2023)
পদের নাম
কলকাতা পৌরসভায় চাকরি প্রার্থীদের স্টাফ নার্স ও ফার্মাসিস্ট পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
কলকাতা পৌরসভায় সবমিলিয়ে মোট ৫৫ টি শূন্যপদ আছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে তাদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে GNM, D.Pharma, B.Sc নার্সিং ও ফার্মাসিস্ট ডিপ্লোমা করতে হবে, তবেই কলকাতা পৌরসভায় এই পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
কলকাতা পৌরসভায় আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স দরকার সর্বোচ্চ ৪০ বছর, ০১.০১.২০২৩ তারিখ অনুসারে।
আবেদন পদ্ধতি (Apply Process)
কলকাতা পৌরসভায় আবেদনটি আগামী ২২ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে করতে হবে। তাহলে আবেদন করার জন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা আবেদন পত্র ডাউনলোড করুন। এরপর আবেদন পত্রে যথাযথ ভাবে নিজের নাম, ঠিকানা,যোগ্যতা এসব তথ্য দিয়ে ফিলাপ করে নিন। এরপর আবেদন পত্রটি ও প্রার্থীর কার্যক্রমের নথির জেরক্স গুলো একটা খামের মধ্যে ভরে নিবেন। তারপর আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানায় সময়ের আগে পাঠিয়ে দিবেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, CMO Building. 5, S.N. Banerjee Road, Kolkata Kolkata Pin-700013, West Bengal, India
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
কলকাতা পৌরসভায় আবেদনকারী প্রার্থীদের নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
কলকাতা পৌরসভায় আবেদনকারী চাকরি প্রার্থীদের কাছ থেকে কোনো অর্থ চার্জ করা হবে নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
কলকাতা পৌরসভায় আবেদন করার শেষ তারিখ হলো আগামী ২২ ডিসেম্বর ২০২৩।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১৫.১২.২০২৩ |
আবেদন শেষ | ২২.১২.২০২৩ |