SMC Recruitment 2024 : পশ্চিমবঙ্গের সমস্ত চাকরী প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের চাকরী করার সুবর্ণ সুযোগ। আগামী কয়েকদিন আগে পৌরসভার পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মোট শূন্যপদ রয়েছে ৩৫ টি। এই নিয়োগের জন্য আগ্রহ প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা প্রয়োজন? বেতন কত? কীভাবে নিয়োগ করা হবে এই বিষয়ে বিস্তৃর্ণ জানতে নিচে দেওয়া নিম্বন্ডটি মনোযোগ সহকারে দেখুন।
SMC Recruitment 2024 – বিবরণ
পোস্টের নাম: পৌরসভা র অধীনে Honorary Health Worker পদে নিয়োগ করা হবে।
পোস্টের সংখা : Honorary Health Worker পদে মোট শূন্যপদ রয়েছে ৩৫ টি।
বেতন: এই নিয়োগের জন্য নিযুক্ত প্রার্থীরো প্রতিমাসে বেতন পাবেন ৪,৫০০/- টাকা
বয়স সীমা: এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহ প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে ৪০ বছর।
কি কি যোগ্যতা প্রয়োজন ( SMC Recruitment 2024 Eligibility Criteria)
যে সব প্রার্থীরা পৌরসভার অধীনে অবস্থিত Honorary Health Worker পদে আবেদন করার কথা ভাবছেন তাদের যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা প্রয়োজন রয়েছে।
কিভাবে আবেদন করবেন (How to apply SMC Recruitment 2024)
আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এরজন্য প্রার্থীদের পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর উপযুক্ত লিংকে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। এরপর হাতেকলমে নির্ভুলভাবে পূরন করে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। আবেদন ফর্মটি জমা দেয়ার ঠিকানা নিচে উল্লেখ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার জায়গা :
To The Commissioner, Siliguri Municipal Corporation Baghajatin Road, Siliguri – 734001
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.siliguriSMC.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |