যে সকল প্রার্থীরা ডিফেন্স তে চাকরির করার কথা ভাবছিলেন তাদের জন্য একটি ভালো খবর রয়েছে। স্টার্ফ সিলেকশন কমিসেন(SSC) এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে।স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট শূন্যপদ রয়েছে 46617 টি। ভারতের যেকোনো রাজ্যে থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এসএসসি জিডি কন্সটেবল নিয়োগ 2024 আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অনলাইন আবেদন করা তর্ক, আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে নিচে দেওয়া প্রতিবেদন টি পড়ুন।
SSC GD recruitment 2024 বিবরন
শূন্যপদের নাম: স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট 46617 পদে নিয়োগ করা হবে। যেখানে পুরুষ দের জন্য রয়েছে – 41467 টি পদ এবং মহিলা প্রার্থীরা জন্য 5150 টি। যা পদ অনুসারে নিচে আলোচনা করে হয়েছে
পুরুষ:
- বর্ডার সিকিউরিটি ফোর্স ( BSF) – ১০২২৭টি
- সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স (CISF) – ১১৫৫৮ টি
- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) ৯৩০১টি
- সশস্ত্র সীমা বল(SSB)- ১৮৮৪ টি
- ইন্ডো তিবেতন বর্ডার পুলিশ (ITBP) – ৫৩২৭
- AR – ২৯৪৮ টি
- SSF- ২৯৪৮ টি
- সেক্রেটারিয়েট সিকুরিটি ফোর্স (SSF) – ২২২
মহিলা:
- বর্ডার সিকিউরিটি ফোর্স ( BSF)১৮৪৯ টি
- সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স (CISF)-২০৭৪ টি
- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-১০৯ টি
- সশস্ত্র সীমা বল(SSB)- ৪২ টি
- ইন্ডো তিবেতন বর্ডার পুলিশ (ITBP)-৯৬০ টি
- AR-৪২ টি
- সেক্রেটারিয়েট সিকুরিটি ফোর্স (SSF)-৭৪ টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Eligibility criteria for SSC GD recruitment 2024)
এই নিয়োগের জন্য আবেদন করতে পার্থীদেরকে শুধু কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলে সে আবেদন করার যৌগ
বয়স সীমা – এসএসসি জিডি ২০২৪ নিয়োগের জন্য আবেদন করতে পর্থিডের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে তাহলেই আবেদন যৌগ্য।
বয়স শিথিলিকরন : OBC প্রার্থীদের জন্য ৩ বছর ছাড় থাকবে,এবং SC/St প্রার্থীদের জন্য ৫ বছর ও প্রাক্তন সৈনিক দের জন্য – ৩ বছর।
আবেদনদন প্রক্রিয়া:( How to apply for SSC GD recruitment 2024)
যৌগ্য প্রার্থীদের সরাসরি স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।এরপর লগইন করে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।অবশেষে আবেদন ফি পরিশোধ করুন এবং আরো প্রয়োজনের জন্য একটি হার্ড কপি রাখুন।
আবেদনের তারিখ: স্টার্ফ সিলেকশন কমিসেন(SSC) আর তরফ থেকে এখনো কোনো তারিখ ঘোষণা করেনি।
নির্বাচন প্রক্রিয়া:( selection process)
স্টার্ফ সিলেকশন কমিসেন(SSC) এর নির্বাচন চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে যার উদ্দেশ্য প্রার্থীর জ্ঞান ও দক্ষতার পরীক্ষা করা। শারীরিক দক্ষতা: এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট সময়ে দৌড সম্পন্ন করতে হয়। শারীরিক মানদণ্ড পরীক্ষা: এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপ পরিমাপ করা হয়। মেডিক্যাল পরীক্ষা: এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা হয়। যেমন – চোখের দৃষ্টি, ইত্যাদী। চূড়ান্ত মেধা তালিকা: উপরের সব পর্যায় গুলি সম্পন্ন করলে, প্রার্থীদের চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |