ssc mts requirements 2024: পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক, যুবতীদের জন্য চাকরির বিরাট সুযোগ রয়েছে। স্টাফ সিলেকশন কমিশন ( এসএসসি) এর পক্ষ থেকে মাল্টি টাস্কিং ষ্টাফ ( MTS) এবং হাভালদার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগামীকাল। এখানে মোট শূন্যপদ রয়েছে ৮৩২৬ টি। আবেদন কিভাবে করবেন? কি কি যোগ্যতা প্রয়োজন? বয়স সীমা কত? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়ে জানতে নিচে দেওয়া প্রতিবেদন টি পড়ুন।
SSC MTS Recruitment 2024 : বিবরণ
- নিয়োগ সংস্থা – স্টাফ সিলেকশন কমিশন ( এসএসসি)
- পোস্টের নাম – মাল্টি টাস্কিং ষ্টাফ ( MTS) ও হাভালদর
- মোট শূন্যপদ – ৮৩২৬ টি
- চাকরির স্থান – সারা ভারত
- আবেদন মোড – অনলাইন
শিক্ষাগত যোগ্যতা(SSC MTS Recruitment 2024 Essential qualification)
যে সকল প্রার্থী এই নিয়োগের জন্য আবেদন করব বলে ভাবছেন তাদেরকে শুধুমাত্র কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ পাশ করলেই আবেদন করতে পারবেন। এই নিয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমা: SSC MTS Recruitment 2024 মাল্টি টাস্কিং ষ্টাফ ( MTS) ও হাভালদর পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও বয়স শিথিলিকরন রয়েছে
বয়স শিথিলিকরন:
- SC/ST/- ৫ বছর
- OBC- ৩ বছর
- PWBD – ১০ বছর
- প্রাক্তন সৈনিক – ১৫ বছর
আবেদন কিভাবে করবেন? (How to Apply for SSC MTS Recruitment 2024
SSC MTS Recruitment 2024 এর জন্য আবেদন করতে আগ্রহ প্রার্থীদের ষ্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। এরপর সেখানে আবেদন লিংকে ক্লিক করে মোবাইল ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। অবশেষে অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আনেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ভবিষ্যত রেফারেন্স এর জন্য একটি প্রিন্ট আউট বের করে নিন।
আবেদন মূল্য: OBC/ সাধারণ( General) – প্রার্থীদের জন্য ১০০/- টাকা SC/ST/PWD/ESM/ – প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না।
আবেদনের তারিখ: আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ – ২৭/০৬/২০২৪ অনলাইন আবেদন করার শেষ তারিখ – ৩১/০৭/২০২৪
কিভাবে নিয়োগ করা হবে ( Selection Process)
মাল্টি টাস্কিং ষ্টাফ MTS – এই পদে আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। এই পরিক্ষার ফলাফল এর উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সমন্ধে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
হাভলদার: এই পদে আবেদনকারী প্রার্থীদের দুটি পর্যায়ে নির্বাচন করা হবে। প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) – এখানে প্রার্থীদের উচ্চতা, ছাতির মাপ , ওজন ইত্যাদি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)- এই পর্যায়ে প্রার্থীদের শারীরিক ফিটনেস পর্যালোচনা করে দেখা হবে।এই সব পর্যায় গুলি পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |