যে সকল ছাত্র ছাত্রীরা 2024 সালে মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য একটি খুশির খবর রয়েছে। সরোজিনি দামোদর ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার অগ্রগতির সাহায্যে একটি স্কলারশীপ প্রদান করছে। এই স্কলারশীপ-এ আবেদনকারী প্রার্থীদের 10,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন। আবেদন কিভাবে করবেন? কোথায় করবেন ? নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে এই নিয়ে বিস্তীর্ণ জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Vidyadhan schoolarship 2024
- প্রদানকারী সংস্থা – সরোজিনি দামোদর ফাউন্ডেশন
- স্কলারশীপ এর নাম – বিদ্যাধান স্কলারশীপ
- কত টাকা দেওয়া হবে – ১০,০০০/- টাকা
- আবেদন মোড – অনলাইন
যোগ্যতা ( Vidyadhan Scholarship Eligibility criteria)
বিদ্যাধন স্কলারশীপে আবেদন করতে পার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৮০% মার্কস সহ মাধ্যমিক পাশ। এবং আনেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার থেকে কম হওয়া প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া
বিধ্যাধান স্কলারশীপ এর জন্য আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।
- প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে।
- এরপর সেখানে নিজ নিজ ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন।
- এরপর একবার আবেদনপত্রটি যাচাই করে নিন যাতে কোনো কোনো রকম ভুলত্রুটি না হয়
- অবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পুর্ণ করুন।
নির্বাচন প্রক্রিয়া
সরাজনী ড।ওদের এর পক্ষ থেকে আবেদনকারী প্রার্থীদের মার্কস অনুযায়ী একটি শর্ট লিস্ট করা হবে। এবং সেই শর্ট লিস্ট অনুযায়ী পার্থীদের টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাশ করা প্রার্থীদের নির্বাচন করা হবে। ইন্টারভিউ ঠিকানা মোবাইল এবং ইমেইল এর মাধ্যমে জানানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১০/০৭/২০২৪ ।
- ইন্টারভিউ শুরু হবে – ০৯/০৮/২০২৪ তারিখে
- ইন্টারভিউ শেষ হবে – ২০/০৯/২০২৪ তারিখে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | www. vidyadhan.org |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |