WB krishi Vishwavidyalaya Clerk Recruitment 2024: রাজ্যের সকল উচ্চমাধ্যমিক পাশের শিক্ষার্থীদের জন্য চাকরির বিরাট সুখবর। উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহীরা এখানে চাকরি পেলেই মাসিক বেতন পাবেন ২৭ হাজার ৫০০ টাকা। অতএব এই পদটিতে যে সমস্ত আগ্রহীরা আবেদন করবেন, তারা একনজরে দেখেনিন শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন লাস্ট ডেট ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক পদে কর্মী নিয়োগ ২০২৪ (WB Agriculture University Clerk Recruitment 2024)
নিয়োগ সংস্থা: আগ্রহীদের এখানে যে সংস্থায় নিয়োগ করছে তা হল উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়।
এমপ্লয়মেন্ট নম্বর: UBKV/Rect./02/2024
পদের নাম: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রকাশিত জুনিয়র ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ: এখানে সবমিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
মাসিক বেতন: জুনিয়র ক্লার্ক পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া যোগ্য প্রার্থীকে প্রতিমাসিক বেতন দেবে ২৭,৫০০/- টাকা।
আরোও পড়ুন: টাটা স্টিল কোম্পানিতে ৬,০০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন দেখুন
শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও বয়সসীমার মানদণ্ড (WB H.S Pass Clerk Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো নম্বরে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা: উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক পদে আবেদন করতে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের নিম্নে হতে হবে।
দক্ষতা: এখানে আবেদনকারী আগ্রহীর মিনিমাম 30wpm স্পিডে টাইপিংএর দক্ষতা থাকতে হবে। তাহলেই কিন্তু এই পদে আবেদনের যোগ্য হবেন।
আবেদন পদ্ধতি (H.S Pass Clerk Recruitment 2024 Apply Prosess)
আগ্রহীরা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে। তাহলে দেখুন অনলাইনের মাধ্যমে আবেদন করার সঠিক পদ্ধতি
- প্রথমে কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশ ও আবেদন ফর্মটি সংগ্রহ করবেন।
- তারপরে আবেদন ফর্মটি A4 মাপের পেপারে প্রিন্ট আউট করে সেটাতে আবেদনকারীর নাম, ঠিকানা সহ যাবতীয় কার্যক্রমের তথ্য গুলো দিয়ে নির্ভুলভাবে পূরণ করবেন।
- তারপর একটি মুখবন্ধ খামে আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি পত্রের জেরক্স গুলো ভরে নিচে দেওয়া ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আবেদন ফরম পাঠানোর ঠিকানা: আগ্রহীরা Office of the Register (Recruitment Sction), Uttar Banga Krishi Vishwavidyalaya, PO – Pundibari, District – Cooch Behar, PIN – 736165, West Bengal এই ঠিকানায় গিয়ে জমা করতে পারেন অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন।
আরোও পড়ুন: মাধ্যমিক পাশে DM অফিসে চৌকিদার পদে প্রচুর কর্মী নিয়োগ! মোট ১০০৬ টি শূন্যপদ, শীঘ্রই আবেদন করুন অফলাইনে
আবেদনের শেষ তারিখ: আগ্রহীদের কে আগামী ২৬/০৭/২০২৪ তারিখের মধ্যে আবেদন ফরমটি পাঠাতে হবে।
নিয়োগ পদ্ধতি (WB Clerk Recruitment 2024 Selection Process)
আগ্রহী প্রার্থীদের কে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন পত্র | Download Form |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ubkv.ac.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |