WB Panchayat Recruitment 2024: লোকসভা নির্বাচনের আবহেই এবার বিরাট সিদ্ধান্ত নিলো রাজ্যে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ করার কথা আগেই জানিয়েছিল নবান্ন। প্রকাশিত হয় বিজ্ঞপ্তিও। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬ হাজার ৬৫২ জন কর্মীকে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, পঞ্চায়েতের এই তিনটি স্তরে। শুধু তাই নয়, শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগের কথাও জানানো হয়েছিল।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই শুরু হয়ে গিয়েছে নাম রেজিস্ট্রেশন (One Time Registration) ও প্রোফাইল সম্পন্ন (Profile Updation) করার প্রক্রিয়া। ইতিমধ্যেই বহু প্রার্থী নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছেন। তবে যারা এখনো নাম রেজিস্ট্রেশন করেননি তারা নিজেদের নাম রেজিস্টার করে রাখুন। অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতেও পারে।
জানা গিয়েছে যে, WB Panchayat Recruitment 2024-তে প্রার্থীরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করার পর একটি ইউজার আই.ডি.ও পাশওয়ার্ড পাবেন। সেটি সব সময় যত্ন করে নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ‘ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (DLSC)’ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই ইউজার আই.ডি. ও পাশওয়ার্ড দিয়ে নিজের আইডি ওপেন করে আপনি যে পদের জন্য চাইছেন সেই পদের জন্য দরখাস্ত করুন।
WB Panchayat Recruitment 2024-তে নাম রেজিস্ট্রেশন করার ওয়েবসাইট:- www.wbprms.in
জেনে নিন কোন কোন জেলায় রয়েছে শূন্য পদ:
- বাঁকুড়া জেলায় ৬০৭টি,
- দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫১৬টি,
- হুগলি জেলায় ৬০৬টি,
- উত্তর ২৪ পরগনা জেলায় ৫৬৬টি,
- পশ্চিম মেদিনীপুর জেলায় ৫৬০টি,
- পুরুলিয়া জেলায় ৪০৫টি,
- আলিপুরদুয়ার ১৮১টি,
- বীরভূমে ১৪৭টি,
- কোচবিহারে ২০০টি,
- দক্ষিণ দিনাজপুরে ১৮৪টি,
- দার্জিলিংয়ে ৩৬৬টি,
- হাওড়ায় ৪৪২টি,
- জলপাইগুড়িতে ১৪৬টি,
- ঝাড়গ্রাম ২২৫টি,
- কালিম্পংয়ে ১৬৯টি,
- মালদা ১৩৮টি,
- মুর্শিদাবাদ ১৭৮টি,
- নদিয়া ১৪৪টি,
- পশ্চিম বর্ধমানে ১২৩টি,
- পূর্ব বর্ধমান ৩১৮টি,
- পূর্ব মেদিনীপুর ৩২৯টি,
- উত্তর দিনাজপুরে ১০০টি,
- দার্জিলিং ৬৫টি।
সূত্র মারফৎ জানা গেছে, এরাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রচুর পদ এখনো পর্যন্ত খালি আছে। অনেকদিন ধরে পথগুলি খালি করে রয়েছে। ঠিক সেই কারণেই বহু ক্ষেত্রে সরকারি কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে এবার WB Panchayat Recruitment 2024 এর বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরে যে সকল শূন্য পদগুলি রয়েছে সেগুলি দ্রুত পূরণ করতে তৎপরতা দেখিয়েছে রাজ্য।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে খুব বেশি দেরি হবে না বলেই আপাতত মনে করা হচ্ছে। তাই এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে ঠিক তেমনি, পঞ্চায়েত স্তরের সরকারি কাজগুলি সম্পাদনের সমস্যা হবে না। ৫০ তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আনন্দে রয়েছেন চাকরি প্রার্থীরা। কিছুটা হলেও আশার আলো দেখছেন তাঁরা। তবে কবে নিয়োগ হবে সেটাই বড় প্রশ্ন।
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |