যে সমস্ত প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের(WBPSC )অধীনে অনুষ্ঠিত ক্লার্কশিপ পদে আবেদন করেছিলেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ভাবে ক্লার্কশিপ পরিক্ষার সময় ঘোষণা করেছে। আমরা আজকের এই প্রতিবেদনে ক্লার্কশিপ পরিক্ষার সময়, পরিক্ষার প্যাটার্ন, সিলেবাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ূন।
WBPSC ক্লার্ক শিপ 2024 পরিক্ষার তারিখ
পশ্চিমবঙ্গ পাবলিক সিলেকশন কমিশন (WBPSC) পদে নিয়োগের জন্য একটি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগামীকাল। সেখানে বলা হয়েছে যে যে সকল চাকরী প্রার্থীরা এই পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন তাদের পরীক্ষা ১৬ ও ১৭ তারিখ নাগাদ শুরু হতে চলেছে। এবং এই পরীক্ষা প্রার্থীদের বিভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে। তাই আবেদনকারী প্রার্থীদের খুব তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া দরকার যাতে তাদের পরীক্ষা ভালো হয়।
WBPSC কক্লার্ক শিপ পরিক্ষার প্যাটার্ন ( Clerkship Exam Pattern)
যে সকল প্রার্থীরা ক্লার্ক শিপ পদে আবেদন করেছিলেন তাদের পরিক্ষার দেয়ার জন্য পরিক্ষার পারতেন সিলেবাস সম্পর্কে জানা দরকার। তাহলে তাদের পারেপারেশন করতে সুবিধা হবে। আসুন আপনার জন্য খুব সহজে পরিক্ষার প্যাটার্ন সরল করা যাক। সাধারণত ক্লার্কশিপ এর পরীক্ষা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় থেকে নিচে তা আলোচনা করা হয়েছে।
- পার্ট ১
- প্রশ্নের ধরন – এমসিকিউ টাইপ
- বিষয় – সাধারণ জ্ঞান এবং পাটিগণিত
- সময়কাল – ৯০ মিনিট
- মোট মার্কস – ১০০
- পার্ট ২
- বিষয় – ইংরেজি ও বাংলা/ হিন্দি/ নেপালি/ উর্দু/ সাঁতালি
- গ্রুপ A- ইংলিশ – ৫০ নম্বর
- গ্রুপ B- বাংলা/ উর্দু/ হিন্দি/ নেপালি/ সাঁতালী – ৫০ নম্বর।
- মোট মার্কস থাকবে – ১০০
- সময়কাল – ৬০ মিনিট
- প্রকার – বর্ণনামূলক – টাইপ
এই পরীক্ষা গুলি সফল ভাবে অতিক্রম করলে পরবর্তী ধাপে কম্পিউটার অপারেশন এবং টাইপিং দক্ষতার মূল্যায়ন করা হবে।
WBPSC সিলেবাস 2024(WBPSC Clerkship syllabus 2024)
পরীক্ষা হিসাবে সিলেবাসের বিভক্ত যা নিচে আলোচনা করা হয়েছে।
পার্ট ১ :
সাধারণ জ্ঞান – সাধারণ জ্ঞান এর মধ্যে থাকবে ১) ভারতের ইতিহাস। ২) ভূগোল ৩) ভারতের রাজনীতি ও অর্থনীতি ৪) বিজ্ঞান ৫) কারেন্ট অ্যাফেয়ার্স
পাটিগণিত: ১) সাধারণ পাটিগণিত, ২) শতকরা,৩) লাভ ও ক্ষতি,৪) নম্বর সিস্টেম,৫) সরলীকরণ,৬) অনুপাত,৭) সরল এবং চক্রবৃদ্ধি সুদ,৮) সময় এবং দূরত্ব, ৯) পরিমিতি
পার্ট ২: ইংরেজি ও বাংলা/ হিন্দি/ নেপালি/ উর্দু/ সাঁতালি গ্রুপ
১) প্রবন্ধ রচনা,২) প্রতিবেদন লেখা,৩) ভাষা ও ব্যাকরণ, ৪) অনুবাদ, ৫) সারাংশ লেখা,৬) পত্র লেখা এবং সঙ্গে সাধারণ জ্ঞান তো রয়েছেই।
আসা করছি এই তথ্যগুলো WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার খুব প্রয়োজন হয়েছে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |