মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনা করতে প্রত্যেক বছর নানা ধরনের স্কলারশিপ ও স্কিম প্রদান করে থাকে। এই বছর লোক সভা ভোট ফুরাতে না ফুরাতেই ছাত্র ছাত্রীর জন্য একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন। এই প্রকল্পটির নাম দিয়েছে যোগ্যাশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলে মেয়ে দের বিভিন্ন চাকরীর জন্য বিনামুল্যে টিউশন করানো হবে । আগে এই প্রকল্প শুধু মাত্রা তফসিল জাতি ও উপজাতি তথা ( SC/St) প্রার্থীদের দেওয়া হয়ে থাকতে এখন ওবিসি ও সাধারন বিভাগের ছাত্র ছাত্রীরাও সুবিধা পাবেন। জানুন কিভাবে আবেদন করবেন? কি কি সুবিধা পাবেন? কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যশ্রি প্রকল্প কী
পশ্চিমবঙ্গে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার ও ডাক্তার হবার কিন্তু পরিবারে টাকা না থাকাই তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে না। সেই সমস্ত ছাত্র ছাত্রীদের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন যার নাম যোগ্যাশ্রি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং করানো হবে বলে জানিয়েছেন।
কারা কারা যোগ্যশ্রি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
যোগ্যশ্রি প্রকল্পে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের কে মাধ্যমিকে 50% থেকে 60% নম্বর পেতে হবে। আগে এই নিয়ম শুধুমাত্র তফসিল জাতি (Sc/St) শ্রেনীর মানুষের জন্য ছিল। এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওবিসি এবং জেনারেল সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যাশ্রি প্রকল্পে কি কি সুবিধা পাবেন?
যোগ্যাশ্রি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা বিনামুল্যে টিউশন করানো হবে। যাতে করে তারা বিভন্ন পরীক্ষা যেমন jee, neet, আরো বিভিন্ন চাকরীর পরীক্ষায় ভালো ফলাফল পাই। এই প্রশিক্ষণের জন্য রাজ্যজুড়ে 50 টি সেন্টার তৈরি করা হবে।এবং টিউশন চলাকালীন ছাত্র ছাত্রীদের 300 টাকা প্রতি মাসে দেওয়া হবে।
যোগ্যাশ্রী প্রকল্প অনলাইন আবেদন:( online apply for yogyashree scheme)
১) আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcdev.gov.in যেতে হবে।
২) এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
৩) লগইন করে আবেদনপত ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র (যেমন: জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণ ইত্যাদি) স্ক্যান করে আপলোড করতে হবে।
৪) সবকিছু ভালো ভাবে পর্যালোচনা করুন এবং আবেদন জমা দিন।
যোগ্যাশ্রী প্রকল্প অফলাইন আবেদন
ছাত্র ছাত্রীরা ক্লাস একাদশ শ্রেণী থেকে যোগশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcdev.gov.in এ আসতে হবে। এরপর সেখানে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করতে হবে। এবং 25/06/2024/ তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে।
প্রয়োজনীয় লিংক (important Link)
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |