Assam Rifles Recruitment 2023: ভারতের সকল মাধ্যমিক পাসের আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য আজকে নিয়ে আসলাম আসাম রাইফেলে চাকরি করার দুর্দান্ত সুযোগ। অতএব গত ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে আসাম রাইফেলে ওয়ারেন্ট অফিসার এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা আছে ৪৪ টি। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এখানে আবেদন শুরু হয়েছে গত ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। তাহলে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজই নিজেদের মোবাইল, ডেস্কটপ বা পাশাপাশি কোনো তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করে ফেলুন। তাহলে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, কিভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা রইলো আমাদের প্রতিবেদনে।
Assam Rifles Recruitment 2023 Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | আসাম রাইফেল |
---|---|
পদের নাম | ওয়ারেন্ট অফিসার |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৪৪ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী দেবে |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | assamrifles.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
আসাম রাইফেলে ওয়ারেন্ট অফিসারের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (Assam Rifles Recruitment 2023)
পদের নাম
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের আসাম রাইফেল যেসব পদে নিয়োগ সেগুলোর নাম নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা আছে-
- Rifleman/ Rifle-Women (General Duty)
- Warrant Officer (Personal Assistant)
- Warrant Officer (Draughtsman)
- Rifleman (Plumber)
- Rifleman (Lineman Field)
- Rifleman (Recovery Veh Mech)
- Rifleman (X-Ray Assistant)
শূন্যপদের সংখ্যা
আসাম রাইফেলে তরফে প্রকাশিত পদ গুলোতে কত শূন্যপদের সংখ্যা রয়েছে সেগুলো নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা আছে-
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Rifleman/ Rifle-Women (General Duty) | ৩৮ টি |
Warrant Officer (Personal Assistant) | ০১ টি |
Warrant Officer (Draughtsman) | ০১ টি |
Rifleman (Plumber) | ০১ টি |
Rifleman (Lineman Field) | ০১ টি |
Rifleman (Recovery Veh Mech) | ০১ টি |
Rifleman (X-Ray Assistant) | ০১ টি |
যোগ্যতা (Eligibility Criteria)
আসাম রাইফেলে যেসব চাকরি প্রার্থীরা আবেদন ইচ্ছুক তারা যেমন কোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে, এবং কোনো কলেজ থেকে আইটিআই ও ডিপ্লোমা কমপ্লিট করে।
বয়সসীমা (Age Limit)
আসাম রাইফেলে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর।
আবেদন পদ্ধতি (Assam Rifles Recruitment 2023 Apply Process)
আসাম রাইফেলে সকল চাকরি প্রার্থীদের কে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করুন। এরপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিন। তারপর আবেদন পত্রটিতে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, নিজের জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, পরিচয় প্রমাণ পত্র, মোবাইল নাম্বার, ইমেল আইডি এসব তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিবেন। তারপর একটি খামের মধ্যে ভরে নিবেন এবং আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানায় সময়ের মধ্যে পাঠিয়ে দিবেন।
আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা-Directorate General Assam Rifles (Recruitment Branch) Laitkor, Shillong Meghalaya 793010 এই ঠিকানায় আগামী ২৮ জানুয়ারির আগেই পাঠিয়ে দিবেন।
আরোও পড়ুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসে ইন্ডিয়ান অয়েলে ১৬০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আসাম রাইফেলে আবেদনকারী চাকরি প্রার্থীদের নিয়োগ হবে লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে কোনো অর্থ চার্জ করা হবে নি।
আবেদনের শেষ তারিখ (Assam Rifles Recruitment 2023 Last Date)
আসাম রাইফেলে আবেদন শুরু হয়েছে গত ১৬ ডিসেম্বর ২০২৩ এ এবং চলবে আগামী ২৮ জানুয়ারি ২০২৪ অবদি।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১৬.১২.২০২৩ |
আবেদন শেষ | ২৮.০১.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |