BECIL Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতের অন্যান্য রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আজকে দারুন চাকরির খবর। ভারতের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) এ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতিমাসে বেতন দেবে ৫৪ হাজার থেকে ৬৭ হাজার টাকা। এবং এই পদে আবেদন চলবে আগামী ২৬ ডিসেম্বর অবদি। তাহলে কিভাবে আবেদন করবেন, কত যোগ্যতা ও কত বয়স লাগবে, এই নিয়েই আমরা আমাদের আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করলাম।
BECIL Recruitment Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) |
---|---|
পদের নাম | সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ২ টি |
বেতন (₹) | ৫৪,০০০-৬৭,০০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | becil.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (BECIL Recruitment 2023)
পদের নাম
এখানে যে পদে কর্মী নিয়োগ হবে সেই পদটির নাম হলো- সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার
শূন্যপদের সংখ্যা
BECIL দপ্তরে শূন্যপদের সংখ্যা মোট ২ টি
আরোও পড়ুন: মাধ্যমিক পাসে ISRO তে টেকনিশিয়ান বি পদে নিয়োগ
যোগ্যতা (Eligibility Criteria)
BECIL দপ্তরে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যোগ্যতা লাগবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক, ডিগ্রি ও ডিপ্লোমা।
বয়সসীমা (Age Limit)
BECIL দপ্তরে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর।
আবেদন পদ্ধতি (Apply Process)
BECIL দপ্তরে সকল চাকরি প্রার্থীদের কে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করুন। এরপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি আলাদা করে নিন। এরপর আবেদন পত্রটি নির্ধারিত ভাবে ফিলাপ করে নিন। এরপর প্রয়োজনীয় নথি গুলোর সাথে আবেদন পত্রটি গুছিয়ে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় সময়ের আগে পাঠিয়ে দিন।
আরোও পড়ুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসে ইন্ডিয়ান অয়েলে ১৬০৪ শূন্যপদে কর্মী নিয়োগ
আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা- Avantika Malhotra. Manaqer (HR). Broadcast EnqineerinqConsultants lndia Limited (BECIL). BECIL BHAWAN. C-56/A-17. Sector-62. Noida-2o(307
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) দপ্তর চাকরি প্রার্থীদের নিয়োগ করবে লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা, ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
BECIL দপ্তরে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কে কোনো টাকা পয়সা জমা করতে হবে নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
BECIL দপ্তরে আবেদন করার শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১২.১২.২০২৩ |
আবেদন শেষ | ২৬.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | becil.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |